বর্তমান দিনে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার নারীদের উন্নতির জন্য এবং তাদের অগ্রগতির জন্য বিভিন্ন ভাবে উৎসাহ দিচ্ছেন। এছাড়াও কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকার নারীদের আর্থিক দিক দিয়ে সাহায্য করছে যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে সক্ষম হতে পারে। আজকের যুগে নারী কেবল সংসার সামলানোর মধ্যে সীমাবদ্ধ নন, তাঁরা শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে সমানভাবে এগিয়ে চলেছেন। বর্তমান দেখা যাচ্ছে শিক্ষার দিক দিয়ে পুরুষদের তুলনায় নারীরা অনেকাংশে এগিয়ে গিয়েছে। কিন্তু সব মহিলার পক্ষে বাইরে গিয়ে চাকরি বা ব্যবসা করা সম্ভব হয় না। এছাড়া অনেকে পরিবারের দায়িত্ব, ছোট সন্তান বা সামাজিক কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেন না, তাই এখন আর বাইরে যেতে হবে না এবার ঘরে বসেই উপার্জন করার বেশ কয়েকটি উপায় নিয়ে আসা হয়েছে। তাই মহিলারা ঘর সংসার করার করার ফলে যে তাঁদের ক্যারিয়ার বা আর্থিক স্বনির্ভরতার পথ বন্ধ হয়ে গেছে, তা কিন্তু নয়। এবার ঘরে বসেই আপনি প্রচুর উপার্জন করতে পারবেন শুধু প্রয়োজন সঠিক গাইডের। বরং প্রযুক্তি, ইন্টারনেট ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে এখন মহিলারা ঘরে বসেই ব্যবসা শুরু করে উপার্জন করতে পারেন। আজ আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এমন কয়েকটি ব্যবসার আইডিয়া যেগুলো জেনে আপনি ঘরে বসে প্রচুর উপার্জন করতে পারবেন।

মহিলাদের ব্যবসা শুরু করার সবচেয়ে বড় সুবিধা হলো— তাঁরা সংসারের পাশাপাশি নিজস্ব কাজও করতে পারেন। ফলে পরিবারে অতিরিক্ত আয় যোগ হয়, আবার আত্মবিশ্বাস ও সম্মানও বেড়ে যায়।
ঘরে বসে ব্যবসা করার সুবিধা
ঘরে বসে ব্যবসা করার কিছু বিশেষ সুবিধা রয়েছে, যা মহিলাদের জন্য এটি আরও আকর্ষণীয় করে তোলে। এখানে কোন বিনিয়োগ ছাড়াই বা স্বল্প বিনিয়োগে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করে প্রতি মাসে প্রচুর উপার্জন করতে পারবেন।
- কম বিনিয়োগে শুরু – অনেক ব্যবসা মাত্র কয়েক হাজার টাকা দিয়েই শুরু করা যায়। এছাড়া অনেক বিজনেস রয়েছে যেখানে কোন বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে বছর উপার্জন করা যায়।
- পারিবারিক দায়িত্বের ভারসাম্য – বাড়ির কাছে এর পাশাপাশি আপনারা এখানে কাজ করতে পারবেন তাই এখানে বাইরে চাকরির মতো চাপ নেই, ফলে পরিবারকেও সময় দেওয়া যায়।
- ডিজিটাল সুবিধা – সোশ্যাল মিডিয়া ও ই-কমার্স প্ল্যাটফর্মের কারণে ঘরে বসেই পণ্য বিক্রি করা সম্ভব। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা করা সম্ভব সেখান থেকে মাসে প্রচুর আয় করা যায়।
- আত্মনির্ভরতা ও সম্মান – মহিলারা নিজের অর্থ উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াতে পারবে এর ফলে তাদের সম্মান বাড়বে এবং তারা আত্মনির্ভর হতে পারবে।
আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে এবং নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে চান তাহলে চলুন বেশ কয়েকটি ব্যবসার আইডিয়া জেনে নেওয়া যাক।
রান্না ও কুকিং চ্যানেল থেকে আয়
অনেক মহিলারাই রান্না করতে ভালোবাসেন এবং নিত্য নতুন আলাদা আলাদা রান্না করতে পারেন। এবার আপনি আপনার এই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে প্রচুর উপার্জন করতে পারবেন। এই শখই হতে পারে ব্যবসার পথ।
আজকাল ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় কুকিং চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই দর্শক পাওয়া যায়। বর্তমান রান্নার ভিডিওর ভিউজ হয় সব থেকে বেশি এবং উপার্জনের হয় এখানে সব থেকে বেশি। জনপ্রিয় হলে বিজ্ঞাপন থেকে আয় আসে, আবার বড় ব্র্যান্ড স্পন্সরশিপ দেয়। এখান থেকে প্রচুর উপার্জন করা যায় প্রতি মাসে এমনকি লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। শুধু ভিডিও বানানো নয়, চাইলে হোম ডেলিভারি ফুড সার্ভিস চালু করা যায়।
অনেক মহিলা নিজেদের রান্না করা খাবার অনলাইনে ডেলিভারি দিয়ে ভালো আয় করছেন। যেমন— কেক, স্ন্যাকস, হোমমেড ফুড ইত্যাদি। এছাড়াও আপনি করতে পারেন কেক delivery ওকে বানানোর কাজ এটিও খুব সহজ এবং ঘরে বসেই উপার্জন করা যায়। এর পাশাপাশি ডায়েট ফুড, হেলদি রেসিপি, কিডস লাঞ্চবক্স রেসিপি শেয়ার করলে আরও বড় বাজার তৈরি হয়।
ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যবসার সুযোগ
বর্তমানে ই-কমার্স ব্যবসা মহিলাদের জন্য বিশাল সুযোগ নিয়ে এসেছে।
- মহিলারা চাইলে অ্যামাজন, ফ্লিপকার্ট, মীশো বা জিওমার্টের মতো প্ল্যাটফর্মে নিজেদের পণ্য বিক্রি করতে পারেন। অনেক মহিলায় হাতের বিভিন্ন জিনিসপত্র বানাতে পারেন এগুলো বিক্রি করেও প্রচুর উপার্জন করা যায়।
- অনেকে হ্যান্ডমেড জুয়েলারি, শাড়ি, বুটিক ড্রেস, হোম ডেকর বিক্রি করে সফল হয়েছেন।
- কম বিনিয়োগে পাইকারি দামে পণ্য কিনে অনলাইনে খুচরা বিক্রি করলেও ভালো লাভ হয়। কম দামে বিভিন্ন ধরনের পাইকারি জিনিস কিনে তার উপরে হাতের কারুকার্য করে সেগুলো প্রচুর দামে অনলাইনে বিক্রি করা যায়।
- শুধু বড় প্ল্যাটফর্ম নয়, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ইন্সটাগ্রামের মাধ্যমে স্থানীয় পর্যায়েও ব্যবসা বাড়ানো যায়। যেকোনো একটি পেজ বড় করতে পারলেই আপনি সেখান থেকেই উপার্জন করতে পারবেন অনেক টাকা।
বাগান ও নার্সারি ব্যবসা
যাঁরা বাগান করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ। বাড়িতেই নার্সারি তৈরি করে উপার্জন করতে পারবেন প্রচুর টাকা। অনেকে ফুলের গাছ বা ফলের গাছ, ও বিভিন্ন ধরনের সজ্জার গাছ বিক্রি করা যায়। এছাড়া টব, সার ও বীজ বিক্রিও করা সম্ভব। অনেকেই এখন ছাদ বাগান ও কিচেন গার্ডেন করতে চান, তাঁদের কাছে গাছপালা বিক্রি করে ভালো আয়ের সুযোগ রয়েছে। এছাড়াও আপনি যদি নার্সারি করেন তাহলে আপনার বাড়ি থেকেই চারা গাছ বিক্রি করতে পারবেন এজন্য আপনাকে কোথাও যেতে হবে না। এই ব্যবসা শুধুমাত্র ২০০০–৫০০০ টাকা দিয়ে শুরু করাই যথেষ্ট।
গান, নাচ ও আর্ট স্কুল শুরু করার সুযোগ
শখকে পেশায় রূপান্তর করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। অনেকেই গান, নাচ বা আর্ট করতে জানে এবং অনেকের শখ থাকে। গান, নাচ, আবৃত্তি, পেইন্টিং বা হস্তশিল্প শেখানোর ক্লাস বাড়িতেই শুরু করা যায়। চাইলে অনলাইনেও কোর্স চালানো সম্ভব। এতে বিনিয়োগ একেবারেই কম, কিন্তু আয়ের সুযোগ অনেক। কোন বিনিয়োগ ছাড়াই এখানে আপনি কোচিং সেন্টার শুরু করে প্রচুর উপার্জন করতে পারবেন। বিশেষ করে শিশুদের অভিভাবকরা চান তাঁদের সন্তান অতিরিক্ত কিছু শিখুক, তাই এই ধরনের ক্লাস দ্রুত জনপ্রিয় হয়। এবং এই ধরনের ক্লাস শুরু করলে খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করা যায় ।
বিউটি পার্লার ও কসমেটিকস বিজনেস
বিউটি ও কসমেটিকস শিল্প বর্তমানে একটি বিশাল বাজার। মহিলারা ঘরে বসেই ছোট একটি রুম সাজিয়ে বিউটি পার্লার শুরু করতে পারেন। যারা সাজাতে ভালোবাসেন বা বিউটি পার্লার শিখেছেন তাদের জন্য এটি দারুন একটি অপশন। এছাড়াও কেউ যদি এখনো না শিখে থাকেন তাহলে এই কাজটি শিখে আপনি ভালো এবং বড় মানের বিজনেস শুরু করতে পারেন। এর পাশাপাশি আপনি কসমেটিক জিনিস বিক্রি করেও প্রচুর টাকা উপার্জন করতে পারবেন এবং বাড়তি লাভ কামাতে পারবেন।
অন্যান্য সম্ভাবনাময় ব্যবসা
এই ব্যবসা গুলি ছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া রয়েছে যেগুলো আপনি শুরু করতে পারবেন ঘরে বসেই। শুধু কুকিং, নার্সারি বা বিউটি নয়, মহিলারা আরও নানা ব্যবসা করতে পারেন। যেমন— ফ্যাশন ডিজাইন ও বুটিক ব্যবসা, গৃহশিক্ষকতা (Online/Offline Tuition), কনটেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং, ফিটনেস ট্রেনিং ও যোগ ক্লাস
এই ব্যবসাগুলি আজকাল খুবই জনপ্রিয় এবং মহিলারা ঘরে বসেই সেগুলি চালাতে পারেন।
আজকের দিনে মহিলাদের জন্য ব্যবসা শুরু করা একেবারেই কঠিন কিছু নয়। খুব সহজেই এবং একটু বুদ্ধি খাটিয়ে আপনি শুরু করতে পারেন এই ব্যবসা। ছোটখাটো বিনিয়োগ, একটু পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে ঘরে বসেই নিজের ব্যবসা দাঁড় করানো সম্ভব। এই সমস্ত ব্যবসা গুলো করে আপনি প্রতি মাসে ৫০০০০ টাকা থেকে 60000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। তবে খুব অল্প এবং ছোটখাটো ব্যবসা হলে আপনি ৩০ থেকে ৪০ হাজার টাকা তো নিশ্চিত উপার্জন করতে পারবে। মহিলারা যদি নিজের ইচ্ছামত অপেক্ষা করতে পারে এবং টাকা উপার্জন করতে পারে তাহলে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.