বর্তমান দিনে বেশিরভাগ মহিলারা বাড়িতেই থাকেন। প্রত্যেক পরিবারে একটিবার দুটি মহিলা সারাদিন বাড়িতে থাকেন। বাড়িতে বসেই এবার মহিলারা ইনকাম করতে পারবেন মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা। বর্তমান প্রযুক্তির ব্যবহার করে সকল ধরনের মহিলারাই বাড়িতে বসে প্রতি মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন বা আপনার পরিবারে যদি মহিলা থেকে থাকে তাহলে আপনি এই আপডেটটি জেনে নিতে পারেন। প্রতিমাসে বাড়িতে বসে যদি ইনকাম করতে চান তাহলে চলুন বিস্তারিত জানা যাক।

বর্তমান যুগে বিশেষ করে করনা মহামারীর পর থেকে Work From Home কেবল একটি ট্রেন্ড নয়, বরং অনেকের জন্য আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। অনেক পরিবারের শুধুমাত্র মহিলা নয় পুরুষেরা ও সারাদিন বাড়িতে বসে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তবে পুরুষদের বাইরে যাওয়ার সুযোগ সুবিধা থাকলেও মহিলারা সারাদিন বাড়িতেই থাকে কারণ তাদের ঘর ও সংসার সামলাতে হয়। অনেক মহিলা নিজের পায়ে দাঁড়াতে চান তাই বাড়িতে বসেই এবার তৈরি করতে পারবেন নিজের ক্যারিয়ার। বর্তমান প্রযুক্তির যুগ আর এই প্রযুক্তির যুগে প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার করে বাড়িতে বসেই প্রতিমাসে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা আয় করা সম্ভব।

মহিলাদের জন্য কেন Work From Home আদর্শ

মহিলারা দিনের বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন এবং তাদের ঘর সংসারের কাজ সামলাতে হয়। এর পাশাপাশি রান্না করা থেকে শুরু করে আরো যাবতীয় বাড়ির কাজকর্ম সামলাতে হয় বাড়ির মহিলাদেরই। এই পরিস্থিতিতে বাড়ির মহিলাদের বাড়ির বাইরে যাওয়ার তেমন সুযোগ থাকে না। এই পরিস্থিতিতে মহিলারা নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারে এবং সেটি হতে পারে তার আয়ের অন্যতম উৎস। যার যেটা ভালো লাগে যেমন রান্না, লেখা, ডিজাইনিং, পড়ানো—যে দক্ষতা আছে তা আয়ের উৎসে পরিণত হয়।

বাড়ি থেকে আয় করার শীর্ষ ৫ উপায়

১. বেকিং ও হোম ডেলিভারি ব্যবসা

অনেক মহিলায় ভাল রান্না করতে পারেন, এবার এই রান্নার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি প্রতি মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন। যারা ভাল রান্না করতে পারে এবং যাদের রান্না খেয়ে সকল মানুষই প্রশংসা করে তারা এবার বেকিং ও হোম ডেলিভারি ব্যবসা শুরু করতে পারেন। ভালো রান্না করতে পারলে আপনাকে বাড়ির বাইরে যেতে হবে না শুধুমাত্র খুলতে হবে একটি সোশ্যাল মিডিয়াতে পেজ। ভালো একটি পেজ তৈরি করতে পারলে আপনার এখান থেকেই শুরুতেই প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ইনকাম হয়ে যাবে এবং পরবর্তীকালে বাড়তে বাড়তে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি এখানে Zomato, Swiggy-এর মতো ডেলিভারি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গ্রাহক সংখ্যা বাড়ানো যায়। এছাড়াও আপনি যদি কোথাও কোনো জিনিস বিক্রি করতে না চান তাহলে আপনি শুধুমাত্র ইউটিউবে এবং ফেসবুকে চ্যানেল খুলে সেখানে ভিডিও বানিয়ে আপলোড দিলেও প্রতি মাসে ৫০০০০ থেকে ৬০০০০ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন।

২. টিউশন ক্লাস (অফলাইন ও অনলাইন)

পড়ানো আপনার পছন্দ হলে টিউশন ক্লাস হতে পারে অন্যতম সেরা আয়ের পথ। বর্তমান দিনে বেশিরভাগ মানুষ অনলাইন টিউটর বেশি পছন্দ করেন। এজন্য ঘরে বসেই আপনি শিক্ষার্থীদের পড়াতে পারেন। ইউটিউব থেকে বা প্রাইভেট টিউটর খুলেও আপনি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। যদি কারো পরানোর বিষয়ে ভালো জ্ঞান থাকে এবং ভালো বোঝানোর দক্ষতা থাকে তাহলে এই কাজটি হতে পারে আপনার জন্য সেরা একটি ইনকামের রাস্তা। এখানে আয়ের কোন নির্দিষ্ট লিমিট নেই। প্রতিমাসে ₹১০,০০০ থেকে ₹৩০,০০০, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী বাড়তে পারে। তবে ঠিকঠাক মত যদি আপনি শিক্ষার্থীদের পড়াতে পারেন তাহলে মাসে ১ লাখ-২ লাখ টাকা ইনকাম করা কোন ব্যাপারই নয়।

৩. কনটেন্ট রাইটিং

যারা লেখালেখি করতে ভালো পছন্দ করেন তাদের জন্য Content Writing আদর্শ পেশা। যারা ভালো লেখার দক্ষতা অর্জন করেছেন তারা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করেই Fiverr, Upwork, Freelancer, ও বিভিন্ন মিডিয়া হাউসে যোগাযোগ করে ভালো মানের লেখা প্রোভাইড করলে প্রতিমাসে ₹১৫,০০০–₹২৫,০০০, পরে বাড়তে পারে ₹৫০,০০০+। এছাড়াও যদি কেউ ভালো ও লেখালেখি করতে পারে তাহলে নিজের ওয়েবসাইট খুলেও ইনকাম করার প্রচুর সুযোগ রয়েছে এখানে।

৪. ফ্রিল্যান্সিং

যদি কারো অনলাইনে কাজের সম্বন্ধে দক্ষতা থাকে এবং  ডিজাইনিং, ভিডিও এডিটিং, ডেটা এন্ট্রি, অ্যানিমেশন, ভয়েস আর্টিস ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ নানা কাজ করতে পারেন। যদি আপনার কোন দক্ষতা থেকে থাকে তাহলে আপনি সরাসরি বাড়িতে বসেই আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিমসে ₹২০,০০০ থেকে ₹৬০,০০০+ মাসিক, অভিজ্ঞতার সঙ্গে ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন।

৫. ঘরোয়া ব্যবসা

এছাড়াও আপনি যদি হাতের কাজে দক্ষ হন বিশেষ করে  সেলাই, কুশন কভার, গিফট আইটেম, হস্তশিল্প ইত্যাদি বানিয়ে বিক্রি করতে পারেন। বর্তমানে যে কোন জিনিস বিক্রি করা খুবই সোজা। এজন্য আপনাকে আমাজন অথবা ফ্লিপকার্টে বা মেসোতে আইডি খুলতে হবে। এরপর আপনি আপনার প্রোডাক্ট এর ফটো তুলে এখানে আপলোড দেবেন – Amazon, Flipkart, Meesho-তে এরপর যার প্রয়োজন সে আপনার সঙ্গে যোগাযোগ করে অর্ডার দিয়ে আপনার থেকে জিনিসটি কিনে নিয়ে যাবে। এজন্য আপনাকে কোথাও যেতে হবে না। ডেলিভারি বয়রা আপনার বাড়ি থেকে প্রোডাক্ট সংগ্রহ করে নিয়ে যাবে প্রতিমাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে এখানে।

কোন কাজে কত আয় হতে পারে

কাজের ধরনশুরুর মাসিক আয়সম্ভাব্য সর্বোচ্চ আয়প্রয়োজনীয় দক্ষতা
বেকিং ও হোম ডেলিভারি₹১৫,০০০₹৪০,০০০+রান্নার দক্ষতা, গ্রাহক পরিষেবা
টিউশন ক্লাস₹১০,০০০₹৩০,০০০+পড়ানোর কৌশল, বিষয়ভিত্তিক জ্ঞান
কনটেন্ট রাইটিং₹১৫,০০০₹৫০,০০০+লেখালিখি, SEO
ফ্রিল্যান্সিং₹২০,০০০₹৬০,০০০+ডিজাইনিং/এডিটিং/ডেটা এন্ট্রি
ঘরোয়া ব্যবসা₹১০,০০০₹৩০,০০০+হস্তশিল্প, সেলাই বা কারুশিল্প

বর্তমান দিনে ইনকাম করা সব থেকে সহজতম উপায় হল বাড়িতে বসে কাজ। বর্তমান দিনে Work From Home আজ আর কেবল বিকল্প নয়, বরং একটি আপনার জন্য হতে পারে সম্পূর্ণ ক্যারিয়ার। মহিলাদের জন্য এটি সর্বপেক্ষা উপযুক্ত। যে কোন মহিলা দিনে যদি দু থেকে তিন ঘন্টা সময় বের করতে পারে তাহলেই সে প্রতি মাসে একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন। এখনই শুরু করুন, কারণ সফলতার প্রথম ধাপ হলো শুরু করা