রাজ্যজুড়ে নতুন করে 74 টি সম্প্রদায় যুক্ত হয়েছে OBC তালিকায়। তাই যে সমস্ত নতুন সম্প্রদায় গুলি ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের আবেদনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এবার সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ওবিসি শ্রেণিভুক্ত মানুষদের জন্য শুরু হয়েছে এক নতুন গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর (Backward Classes Welfare Department) সম্প্রতি একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে ৭৪টি সম্প্রদায়ের জন্য নতুনভাবে OBC সার্টিফিকেট ইস্যু করার কথা বলা হয়েছে এবং এর সঙ্গে আরো বলা হয়েছে ৬৬টি সম্প্রদায়ের জন্য পুনঃবৈধকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অনেক ক্যান্ডিডেট হয়েছেন যারা ইতিমধ্যে ওবিসির সুযোগ সুবিধা পেতেন না তারাও এবার থেকে ওবিসির সুযোগ সুবিধা পাওয়া শুরু করবেন।
এই নির্দেশিকা কেবল সরকারি চাকরি নয়, আরো বেশ কিছু সুযোগ-সুবিধা পেতে এমন কি কেন্দ্রীয় স্তরে বিভিন্ন শিক্ষাগত প্রতিষ্ঠানে ভর্তি ও সংরক্ষণের সুবিধা পেতে ওবিসি সম্প্রদায়ের নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি। তাই পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্র ছাত্রীরা এবার আরো বেশি সুযোগ-সুবিধা পেতে চলেছে। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক—
কেন হঠাৎ OBC সার্টিফিকেটের পুনঃপ্রদান ও বৈধকরণ?
দীর্ঘদিন ধরে ওবিসি মামলা চলছে হাইকোর্টে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই রাজ্য সরকার নতুন করে 74 টি সম্প্রদায় কে ওবিসির তালিকা ভুক্ত করেছিলেন যার উপরে আবার কেস হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যে এই কেসের উপর স্থগিতাদের দেওয়া হয়েছে। ফলে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি বৈধ বলে বিবেচিত। কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে OBC শ্রেণির অন্তর্ভুক্ত সম্প্রদায়গুলোর তালিকা দীর্ঘ তালবাহানার পর অবশেষে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে বাতিল হওয়া কিছু সম্প্রদায়কে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আবার কিছু বিদ্যমান সম্প্রদায়ের তথ্য আপডেট করা হয়েছে। এই তথ্য আপডেটের ফলে সরকার দেখতে চেয়েছেন —
- কারা বাস্তবে Non-Creamy Layer (NCL) আওতায় পড়ছেন?
- কারা প্রকৃতপক্ষে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য?
এই তথ্য সঠিকভাবে যাচাই করার পরে সার্টিফিকেট রিভ্যালিডেশন ও রিইস্যু প্রসেস করা হবে।
কারা কারা পড়ছেন এই প্রক্রিয়ার আওতায়?
নতুন নির্দেশিকায় দুইটি শ্রেণিকে আলাদা করে উল্লেখ করা হয়েছে—
৬৬টি সম্প্রদায়ের জন্য: Revalidation
এই সম্প্রদায়গুলো ইতিমধ্যেই সরকারি ওবিসি তালিকায় রয়েছে এবং তাদের নন-ক্রিমি লেয়ারের স্ট্যাটাস বিদ্যমান। ৬৬ সম্প্রদায়ের কোন সমস্যা নেই এবং এরা কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী বৈধ। তাই এদের নতুন করে অনলাইনের মাধ্যমে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সার্টিফিকেট পুনঃবৈধ করতে হবে। এদের সার্টিফিকেট কেবল অনলাইন যাচাইয়ের মাধ্যমে পুনঃবৈধকরণ করা হবে।
৭৪টি সম্প্রদায়ের জন্য: Re-issuance
কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল তার উপরে ৭৮ টি সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল OBC তালিকা থেকে। তবে পরবর্তীকালে আবার যখন বৈধ করে দেওয়া হল তখন পুনরায় আবার নতুন নোটিশ জারি করে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে তাদের সার্টিফিকেট নতুন করে আবার ইস্যু করাতে হবে।
আবেদন কোথা থেকে করবেন?
ওবিসি সার্টিফিকেট রি-ভ্যালিডেশন বা রি-ইস্যু আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: আপনারা পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেটের অফিসের ওয়েবসাইটে গিয়ে রি ভেরিফাই করতে পারেন। এছাড়াও যে সমস্ত তথ্য প্রয়োজন আপনারা এই ওয়েবসাইটে গিয়েই দেখে নিতে পারবেন-
https://castcertificatewb.gov.in
ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া (Step-by-Step Guide)
নতুন করে যারা ওবিসি সার্টিফিকেট এর তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারা নতুন করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন কাস্ট সার্টিফিকেটের জন্য। এজন্য আপনাদের নিচের দেওয়া আবেদন পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করে আবেদন জানাতে পারবেন-
ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ
- প্রথমে ওপরে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
- এরপর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা APPLY FOR SC, ST, OBC সেকশনটি খুজে বের করুন।
- হোমপেজে “Apply for OBC Certificate” সেকশনে যান।
ধাপ ২: ডিজিটাল সার্টিফিকেট আছে কিনা নির্বাচন
- যদি আপনার আগের ওবিসি সার্টিফিকেট ডিজিটাল থাকে, তাহলে “Yes” বেছে নিন।
- অনেকের পুরনো সার্টিফিকেট হয়েছে যেটি এখনো ডিজিটালাইজ করা হয়নি তাহলে সে ক্ষেত্রে তাদের “No” সিলেক্ট করতে হবে।
ধাপ ৩: আবেদন ফর্ম পূরণ
- সার্টিফিকেট নম্বর, জন্মতারিখ দিয়ে লগইন করুন।
- নাম, বাবার নাম, ঠিকানা, জেলা, ব্লক, সম্প্রদায় ইত্যাদি পূরণ করুন।
- পিতার আয়, চাকরির বিবরণ (যদি থাকে), ধর্ম, জন্মস্থান এবং EPIC/আধার নম্বর দিন।
ধাপ ৪: প্রয়োজনীয় নথি আপলোড
- আয়ের সার্টিফিকেট: পঞ্চায়েত এলাকায় BDO এবং পৌর এলাকায় Executive Officer কর্তৃক ইস্যু হওয়া।
- সার্ভিস রেকর্ড: যদি বাবা-মা সরকারি চাকুরিরত হন বা অবসরপ্রাপ্ত, তাহলে প্রমাণপত্র অবশ্যই লাগবে।
ধাপ ৫: আবেদন জমা
- সমস্ত তথ্য সাবধানে পূরণ করে “Submit” বাটনে ক্লিক করুন।
আবেদন জমা দেওয়ার পর কী করবেন?
Revalidation (৬৬টি সম্প্রদায়):
- আবেদন অনলাইনে যাচাই হবে।
- হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।
- যাচাই শেষে সার্টিফিকেট ই-মেইলে বা পোর্টালে আপলোড হবে।
Re-issuance (৭৪টি সম্প্রদায়):
- আবেদন সাবমিটের পরে প্রিন্ট কপি নিতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় নথি সহ ব্লক বা BDO অফিসে জমা দিতে হবে।
- এরপর অফিসিয়াল যাচাই শেষে নতুন সার্টিফিকেট ইস্যু হবে।
কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ?
OBC সার্টিফিকেট শুধু পরিচয়পত্র নয় — এটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরি, উচ্চশিক্ষা এবং স্কলারশিপে সংরক্ষণের সরাসরি চাবিকাঠি। তাই এটি সবসময় বৈধ ও আপডেটেড থাকা বাধ্যতামূলক। ভবিষ্যতে যাতে কোন সমস্যা না হয় তাই আগে থেকে সতর্ক হতে হবে এবং সর্বদা আপডেট থাকতে হবে।
এই নিয়ম প্রযোজ্য হবে কবে থেকে?
নতুন নিয়ম ২০২৫ সালের আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, যত দ্রুত সম্ভব আবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও নাগরিক সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত না হন। এছাড়াও পরবর্তীকালে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যাতে কোন সমস্যা না হয় সেজন্য আগে থেকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত আপডেট রাখতে হবে।
OBC সার্টিফিকেটের এই নতুন নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন এই আপডেটের মাধ্যমে প্রচুর জনগণ OBC আওতাভুক্ত হবেন। তাই যারা যারা নতুন করে এই সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হলেন তারা অবশ্যই নতুন করে আবেদন জানিয়ে ওবিসি সার্টিফিকেট বানিয়ে রাখতে পারেন। এটি একদিকে যেমন স্বচ্ছতা বাড়াবে, তেমনি আসল উপভোক্তাদের কাছে সংরক্ষণের সুবিধা পৌঁছাতেও সাহায্য করবে। আপনি যদি এই ১৪০টি সম্প্রদায়ের কোনও একটির অন্তর্গত হন, তাহলে আর দেরি না করে আজই আবেদন করুন।

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.