আপনি কি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট। সরকারি চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে কোন সুযোগ সুবিধা পান না। চিন্তার কোন কারণ নেই জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবার কেন্দ্র সরকার চালু করছেন নতুন সংরক্ষণ পদ্ধতি যেখানে সরকারি চাকরি থেকে শুরু করেও সমস্ত ক্ষেত্রে ১০% সংরক্ষণ দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের অসংখ্য চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের জন্য EWS (Economically Weaker Section) সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রীরা জেনারেল ক্যাটাগরির। যারা জেনারেল ক্যাটাগরির এবং অর্থনৈতিকভাবে দুর্বল তারা আবেদন করলেই এই সার্টিফিকেট পেয়ে যাবেন এবং তাদের জন্য এই সংরক্ষণ চাকরি ও শিক্ষায় নতুন সুযোগ তৈরি করে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে আপনাকে খুব দ্রুত এবং খুব সহজেই EWS সার্টিফিকেট দেওয়া হবে এবং এটি হচ্ছে খুবই সহজ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। এর ফলে যোগ্য প্রার্থীরা আগের তুলনায় অনেক কম সময় ও ঝামেলা নিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত প্রার্থীরা কোন ক্যাটাগরির আওতায় অর্থাৎ SC, ST বা OBC শ্রেণির সংরক্ষণের আওতায় পড়েন না, তারা সকলেই EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এক কথায় বলতে গেলে যারা জেনারেল ক্যাটাগরির আওতায় এতদিন চাকরি বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতেন তারা এবার EWS সার্টিফিকেট পেয়ে যাবেন। তবে এখানে আবেদন করতে হলে আপনাকে অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে অর্থাৎ দরিদ্র শ্রেণীর আওতায় আসতে হবে এবং পরিবারের বার্ষিক আয়, কৃষিজমি, ফ্ল্যাট বা বাড়ির আয়তন ইত্যাদি দেখে আবেদনকারীর যোগ্যতা যাচাই করা হবে। আবেদন জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই সমস্ত তথ্য এবং নথি যাচাই করে সার্টিফিকেট দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
এখানে মূলত অনলাইন এবং অফলাইন এই দুই পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করা কিছুদিনের মধ্যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন কোনরকম ঝামেলা ছাড়াই। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে খুব দ্রুত এই সার্টিফিকেট প্রদান করা হবে যারা উপযুক্ত তাদের জন্য।
১) অফলাইন আবেদন
এখানে আবেদন করতে হলে প্রথমেই নিজের ব্লক অফিস অথবা মহাকুমা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আবেদনের ফর্ম সংগ্রহ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং ডকুমেন্টগুলো যুক্ত করে আবেদন পত্রটি আবার ব্লক অফিসে অথবা মহাকুমা অফিসে গিয়ে জমা দিতে হবে। এরপর সমস্ত তথ্য যাচাই করা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে EWS সার্টিফিকেট পেয়ে যাবেন।
২) অনলাইন আবেদন
অনলাইনে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার সময় অবশ্যই বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখতে হবে। আবেদন করার সময় অবশ্যই ইনকাম সার্টিফিকেট যোগ্যতা ও ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। আপনি অনলাইনে আবেদন করার পরে ওয়েবসাইট থেকে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন।
প্রয়োজনীয় নথি
EWS সার্টিফিকেটের জন্য আবেদন করার সময় সাধারণত যেসব নথি জমা দিতে হয়:
- ভোটার কার্ড / আধার কার্ড / রেশন কার্ড
- পরিবারের বার্ষিক আয় সংক্রান্ত প্রমাণপত্র
- জমি বা সম্পত্তির কাগজপত্র (যদি থাকে)
- আবেদনকারীর সাম্প্রতিক ছবি
- অভিভাবকের পরিচয়পত্র
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার সময় সব নথি যেন সঠিকভাবে যাচাই করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা তাই আপনারা যদি এই সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন তাহলে সেনায় সোহাগা। কারণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেট এর পরিমাণ খুবই কম। সরকারি চাকরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে শূন্য পদ ফাঁকা থেকে যায়। তাই আপনি যদি এই সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন আপনার চাকরি নিশ্চিত ধরে নিতে পারেন।
কেন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ?
পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক সাধারণ শ্রেণির চাকরিপ্রার্থী রয়েছেন, যারা অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু তারা কোন সুযোগ-সুবিধা পাচ্ছিলেন না সরকারের তরফ থেকে। এছাড়াও এতদিন ধরে এই প্রক্রিয়াটি ছিল জটিল ও সময়সাপেক্ষ ছিল। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং নতুন করে নির্দেশিকা জারি করেছেন যেখানে বলা হয়েছে-
- নতুন নির্দেশিকা কার্যকর হলে—
- আবেদন দ্রুত নিষ্পত্তি হবে।
- ভুয়ো আবেদনকারীদের সংখ্যা কমবে।
- সত্যিকার প্রার্থীরা সংরক্ষণের সুবিধা পাবেন।
EWS সংরক্ষণ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হলেও, রাজ্য সরকারও এই সার্টিফিকেট বানানোর জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করছেন। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন নির্দেশিকা যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই সার্টিফিকেটের যোগ্য তাদের সমস্যাগুলিকে অনেকটাই মেটাতে পারে।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.