বর্তমান ভারত দিনের পর দিন ডিজিটাল ইন্ডিয়ায় রূপান্তরিত হচ্ছে এবং এই সময় ভারতের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই বানানো যায়। ভারতের প্রতিটি নাগরিকের জন্য ভোটার আইডি কার্ড (EPIC) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সমস্ত কাজকর্ম করতে ভোটার কার্ডের প্রয়োজন হয়। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া ছাড়াও এটি পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং সরকারি নানা পরিষেবায় কাজে লাগে। আগে ভোটার কার্ড তৈরি বা সংশোধন করতে অনেক সময় লেগে যেত। কিন্তু এখন আর নয়। এখন ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে আপনি করতে পারবেন ভোটার কার্ডের জন্য আবেদন।

Voter ID Online Apply 2025
Voter ID Online Apply 2025

এখন ঘরে বসেই শুধুমাত্র ১৫ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ভোটার কার্ড। এছাড়াও যাদের পুরনো ভোটার কার্ড রয়েছে সেটি নতুন করতে পারবেন বা ভোটার কার্ডে ভুল রয়েছে সেটি বাড়িতে বসে সংশোধন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। সে ক্ষেত্রে আপনি আপনার মোবাইল দিয়ে অনলাইনে আবেদন করলেই ভোটার কার্ড ঠিক হয়ে যাবে বা ১৫ দিনের মধ্যে নতুন ভোটার হাতে পেয়ে যাবেন।

Election Commission of India (ECI) নতুন Standard Operating Procedure (SOP) চালু করেছে, যার আওতায় অনলাইনে আবেদন করার মাত্র ১৫ দিনের মধ্যে ঘরে বসেই ভোটার আইডি কার্ড পাওয়া যাবে। আপনার যদি ভোটার কার্ড পরিবর্তন করতে হয় বা নতুন ভোটার বানাতে চান তাহলে বাড়িতে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 নতুন নিয়মে দ্রুত ভোটার আইডি ডেলিভারি

চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনার ড. সুখবীর সিং সান্ধুড. বিবেক জোশী-র নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • ভোটার কার্ড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তা Department of Posts (DoP)-এর মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে। এজন্য আপনাকে আর কোথাও ছোটাছুটি করতে হবে না।
  • আবেদনকারীরা পাবেন SMS অ্যালার্ট ও রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা। এর ফলে আর ভোটার কার্ড খোঁজার জন্য যেতে হবে না পঞ্চায়েতে, বাড়িতে বসে আপনি ট্র্যাকিং করে দেখে নিতে পারবেন কোথায় রয়েছে আপনার কার্ডটি।
  • আবেদন জমা দেওয়ার পর থেকেই নাগরিকরা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আবেদনও করতে পারবেন খুব সহজেই।

অনলাইনে ভোটার আইডি আবেদন করার ধাপ

অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করা যাবে  NVSP Portal (voters.eci.gov.in) এ।

 Step-by-Step আবেদন প্রক্রিয়া:

  1. সবার প্রথমে উপরের দেওয়া ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে সাইন-আপ করুন।
  2. একটি ইউজারনেম ও পাসওয়ার্ড তৈরি করুন। আগে থেকে যদি ইউজার নেম বা পাসওয়ার্ড বানানো থাকে তাহলে আর নতুন করে বানাতে হবে না।
  3. রেজিস্টার্ড মোবাইলে আসা OTP দিয়ে লগইন করুন। রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে।
  4. এরপর লগইন করে “Fill Form 6” অপশন নির্বাচন করুন।
  5. নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত তথ্য দিন।
  6. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে বা ফটো তুলে আপলোড করুন।
  7. সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন।
  8. সাবমিটের পর একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে, যেটি স্ট্যাটাস ট্র্যাক করতে কাজে লাগবে।

 ভোটার আইডির জন্য প্রয়োজনীয় নথি

নথির নামব্যবহার
আধার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট/এডমিট কার্ডপরিচয়ের প্রমাণ
জন্ম সনদ / স্কুল সার্টিফিকেটবয়স প্রমাণ
রেশন কার্ড / বিদ্যুৎ বিল / ব্যাঙ্ক পাসবুকঠিকানার প্রমাণ
পাসপোর্ট সাইজ ছবিআবেদন প্রক্রিয়ার জন্য

 ভোটার কার্ড আবেদন স্ট্যাটাস চেক করার নিয়ম

অনলাইনে আবেদন করার পরে আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি সংশোধন করার জন্য আবেদন করেন তাহলেও একই প্রসেসে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন।

  1. এক্ষেত্রে প্রথমেই ভিজিট করুন  NVSP Portal
  2. আবেদন করার সময় যেই ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিয়ে লগইন করুন
  3. Track Application Status” অপশনে ক্লিক করুন
  4. রেফারেন্স নম্বর ও রাজ্য নির্বাচন করুন
  5. সাবমিট করার পর স্ট্যাটাস দেখতে পারবেন

নতুন ব্যবস্থার সুবিধা

ডিজিটাল পদ্ধতিতে নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে নাগরিকরা যে সুবিধা পাবেন—

  • মাত্র ১৫ দিনের মধ্যে ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন এজন্য আর অপেক্ষা করতে হবে না দীর্ঘ সময়।
  • ঘরে বসেই অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে তাই সকলেই ঘরে বসে আবেদন করতে পারবেন।
  • রিয়েল টাইম ট্র্যাকিং ও SMS অ্যালার্ট সুবিদা রয়েছে তাই সমস্ত কিছু বাড়িতে বসে চেক করে দেখে নিতে পারবেন।
  • অফিসে ঘুরতে হবে না, ঝামেলাহীন প্রক্রিয়া, সমস্ত কিছু বাড়িতে বসে করাই সম্ভব
  • ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ অগ্রগতি

 পুরনো বনাম নতুন প্রক্রিয়া

বিষয়পুরনো নিয়মনতুন নিয়ম (২০২৫)
সময়সীমা৩০-৪৫ দিনমাত্র ১৫ দিন
আবেদন প্রক্রিয়াঅফলাইনে ফর্ম জমাসম্পূর্ণ অনলাইন (NVSP)
ট্র্যাকিংসীমিতরিয়েল টাইম ট্র্যাকিং + SMS
ডেলিভারিহাতে হাতে / পোস্টে দেরিসরাসরি বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে

ভারতের গণতন্ত্রে ভোটার আইডি কার্ড একটি অপরিহার্য নথি। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যাদের বয়স ১৮ বছরের বেশি তাদের ভোটার কার্ড বানানো বাধ্যতামূলক। আগে যেখানে দীর্ঘদিন অপেক্ষা করতে হত, এখন নতুন SOP-এর ফলে মাত্র ১৫ দিনের মধ্যে ঘরে বসেই ভোটার আইডি কার্ড পাওয়া সম্ভব। এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং নাগরিকদের জন্য অনেকটাই স্বস্তির খবর।