ডিজিটাল লেনদেন আজ ভারতের অর্থনীতির মূল ভিত্তি। ছোট দোকান থেকে বড় ব্যবসা—প্রায় প্রত্যেকেই এখন মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো UPI (Unified Payments Interface)। প্রতিদিন কোটি কোটি লেনদেন হচ্ছে এই প্ল্যাটফর্মে। তবে এতদিন পর্যন্ত একটি সীমাবদ্ধতা ছিল—সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। এবার এই নিয়মে এলো বড় পরিবর্তন। ইউপিআই ব্যবহার করলে আপনার এই নিয়মটি জেনে নেওয়া দরকার।
UPI ব্যবহারে এবার সেই নিয়মে বড় পরিবর্তন আনলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে UPI-র সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে। গ্রাহকদের জন্য এবং ব্যবসায়ী দের জন্য এটি অবশ্যই একটি দারুন সুখবর।
এবার দেখে নেওয়া যাক—কোন কোন ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে, কেন এই পরিবর্তন আনা হলো এবং সাধারণ মানুষ এর থেকে কীভাবে উপকৃত হবেন।
UPI Transaction Limit: নতুন নিয়ম কী?
আগে সব ধরনের লেনদেনের জন্য UPI-তে সর্বোচ্চ সীমা ছিল ১ লক্ষ টাকা। এর ফলে অনেকেই ভীষণ সমস্যায় পড়তেন। অর্থাৎ, কেউ একবারে তার বেশি টাকা পাঠাতে বা নিতে পারতেন না। এবার NPCI ঘোষণা করেছে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলো। তবে সব লেনদেনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এবার আপনি বেশি টাকা লেনদেন করতে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে।
আগে কত টাকা পাঠানো যেত?
সাধারণ লেনদেন ক্ষেত্রে আগে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেত তবে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত পেমেন্টে ২ লক্ষ টাকা পর্যন্ত সীমা ছিল নতুন করে এবার নতুন নিয়মে ৫ লক্ষ টাকা পর্যন্ত সুযোগ মিলবে
কোন কোন ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পাঠানো যাবে?
NPCI জানিয়েছে, এই সীমা কেবল নির্দিষ্ট কিছু খাতের জন্য প্রযোজ্য। যেমন—
- মূলধন বাজার (Capital Market): শেয়ার বাজারে বিনিয়োগ ও ট্রেডিংয়ে এখন বড় অঙ্কের টাকা পাঠানো যাবে। এক্ষেত্রে আপনি একবারে ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন।
- বীমা (Insurance): জীবন ও স্বাস্থ্য বীমার বড় প্রিমিয়াম সহজেই মেটানো যাবে।
- ভ্রমণ (Travel): ট্যুর প্যাকেজ, ফ্লাইট টিকিট বা হোটেল বুকিং একবারে করা যাবে।
- ক্রেডিট কার্ড বিল: সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিল এখন একবারেই মেটানো সম্ভব।
- সংগ্রহ (Collections): বড় অঙ্কের সংগ্রহের ক্ষেত্রেও সুবিধা হবে।
- ব্যবসা/বণিক (Merchants): ব্যবসায়ীরা গ্রাহকের কাছ থেকে বড় পেমেন্ট নিতে পারবেন।
- এফএক্স রিটেল (FX Retail): বৈদেশিক মুদ্রা লেনদেনেও সুবিধা মিলবে।
- ডিজিটাল টার্ম ডিপোজিট: ব্যাঙ্কে অনলাইনে টার্ম ডিপোজিট খোলার জন্যও ব্যবহার করা যাবে।
ক্ষেত্র | আগে সর্বোচ্চ সীমা | এখন নতুন সীমা |
---|---|---|
সাধারণ লেনদেন | ₹1,00,000 | অপরিবর্তিত (₹1,00,000) |
শিক্ষা/স্বাস্থ্য | ₹2,00,000 | অপরিবর্তিত (₹2,00,000) |
মূলধন বাজার | ₹1,00,000 | ₹5,00,000 |
বীমা প্রিমিয়াম | ₹1,00,000 | ₹5,00,000 |
ভ্রমণ (ট্যুর/ফ্লাইট) | ₹1,00,000 | ₹5,00,000 |
ক্রেডিট কার্ড বিল | ₹1,00,000 | ₹5,00,000 |
সংগ্রহ (Collections) | ₹1,00,000 | ₹5,00,000 |
ব্যবসা/বণিক | ₹1,00,000 | ₹5,00,000 |
এফএক্স রিটেল | ₹1,00,000 | ₹5,00,000 |
ডিজিটাল টার্ম ডিপোজিট | ₹1,00,000 | ₹5,00,000 |
কেন সীমা বাড়ানো হলো?
এই পরিবর্তনের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে—
- ডিজিটাল লেনদেনের চাহিদা বাড়ছে: প্রতিদিন কোটি কোটি লেনদেন হচ্ছে, বড় অঙ্কের টাকা পাঠানোর প্রয়োজনীয়তা বাড়ছে। আগে বড় অংকের টাকা পাঠানোর জন্য ব্যাংকে দৌড়াতে হতো কিন্তু এখন ঘরে বসেই লেনদেন করা যাবে।
- মূলধন বাজার ও বীমায় সমস্যা: আগে ১ লক্ষ টাকার সীমায় অনেক গ্রাহক সমস্যায় পড়তেন। তাই এবার দুই লক্ষ টাকা করা হলো যাতে খুব সহজে বড় ট্রানজেকশন করা যায়।
- ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া: নগদ টাকার ব্যবহার কমাতে সরকার ও NPCI-র পরিকল্পনা।
- ব্যবসায়ীদের সুবিধা: বড় অঙ্কের লেনদেন এখন আরও সহজ হবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধা
বড় ক্রেডিট কার্ড বিল একবারেই মেটানো যাবে। ভ্রমণের জন্য বড় ট্যুর প্যাকেজ বুকিং সহজ হবে। বড় অঙ্কের লেনদেনে ছোট ছোট ট্রান্সফার করার ঝামেলা থাকবে না। একবারেই বড় অংকের ট্রান্সফার করা সম্ভব এর ফলে সময় ও শ্রম দুই সাশ্রয় হবে এবং নিরাপত্তা জনিত কারণে একাধিক ট্রান্সফারের বদলে একবার ট্রান্সফার করলেই কাজ সম্পন্ন হয়ে যাবে।
ব্যবসায়ীদের জন্য কী বদল আনবে?
যে সমস্ত বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা ভীষণভাবে উপকৃত হবে বড় অঙ্কের বিক্রয়মূল্য এখন সহজে নেওয়া যাবে। এছাড়াও আগে যেখানে চেকের মাধ্যমে ট্রানজেকশন করা হতো এখন সেটি ইউপিআই এর মাধ্যমে করা হবে এর ফলে আর ব্যাংকে বারবার দৌড়াতে হবে না। এর ফলে ব্যবসার গতি আরো বাড়বে।
ভারতে ডিজিটাল লেনদেন প্রতিদিনই নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এর ফলে ভারতবর্ষে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। এবার NPCI-র এই উদ্যোগ সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী—সবাইকে আরও সহজ ও দ্রুত লেনদেনের সুযোগ দেবে। UPI এখন শুধু ছোট অঙ্কের ট্রান্সফার নয়, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রেও ভরসার জায়গা হয়ে উঠছে। এক কথায়, UPI Transaction Limit ৫ লক্ষ টাকা হওয়া ভারতের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.