আবারো সুপ্রিম কোর্টে বড় জয় পেল পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘদিন ধরে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছিল।  হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, রাজ্যের প্রস্তাবিত ১৭% ওবিসি রিজার্ভেশন বহাল থাকবে, তাই নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত ভর্তির প্রক্রিয়ায় এই নিয়ম কার্যকর হবে। এর ফলে রাজ্যে কলেজ ভর্তি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ এবং প্রাথমিক ও অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও বাধা রইল না। আবারো সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের বড় জয় এটা বলাই যায়। এর ফলে রাজ্যের প্রচুর ছাত্র-ছাত্রী এবং শিক্ষিত যুব সমাজরা ভীষণভাবে উপকৃত হবেন।

Supreme Court OBC Case
Supreme Court OBC Case

কী বলছে সুপ্রিম কোর্ট?

কয়েকদিন আগে হাইকোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রায়কে কেন্দ্র করে কলেজ ভর্তি ও চাকরির প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওবিসি রিজার্ভেশন এর উপর স্থগিত তেজ দেওয়া হয়েছিল। বিষয়টি সুপ্রিম কোর্টে উঠতেই আদালত স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্যের নতুন OBC Reservation Policy 2025-এ কোনও আপত্তি নেই। হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর হবে না। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এর ফলে ইস্কুল কলেজে ভর্তি জয়েন এন্ট্রান্স এর রেজাল্ট ও অন্যান্য সমস্ত ক্ষেত্রে এমনকি চাকরির ক্ষেত্রে আর কোন বাধা রইল না।

শিক্ষার্থীদের জন্য সুখবর

এই রায়ের ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া থমকে ছিল। এছাড়াও জয়েন্ট টাইম পাস পরীক্ষার রেজাল্টও প্রকাশ করতে পারছিল না। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছিল ওবিসি রিজার্ভেশন সমস্যা না মেটা পর্যন্ত নতুন করে আর নিয়োগ প্রক্রিয়াও করা যাচ্ছে না রাজ্যে। হলে সমস্ত সমস্যার সমাধান ঘটলো। এর ফলে এখন-

  • কলেজে ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু হবে।
  • জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পারবে রাজ্য সরকার।
  • ভর্তি সংক্রান্ত অনিশ্চয়তা কেটে গিয়ে স্বাভাবিক নিয়মে পড়াশোনা শুরু হবে।

নিয়োগ প্রক্রিয়ায় নতুন গতি

শুধু ভর্তি নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ (Primary TET Pass Candidates) বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণও বহাল থাকবে। ফলে ২০২৫ সালের সরকারি নিয়োগ প্রক্রিয়াতে আর কোনো আইনি জটিলতা থাকবে না। কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাইমারি নিয়োগ করা যাচ্ছে না এই ওবিসি কেসের জন্য। অবশেষে এটার সমাধান ঘটল, এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ কি পদক্ষেপ নেয়।

রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট

রাজ্যের দাবি, সংরক্ষণের এই পদক্ষেপ সামাজিক ভারসাম্য ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এর ফলে যারা পিছিয়ে পড়া এবং ওবিসি সম্প্রদায়ের রয়েছে তারা স্কুল কলেজে ভর্তি হতে পারবে এবং স্কুল কলেজে স্কলারশিপ পেতে পারবে। অন্যদিকে বিরোধীরা অভিযোগ তুলছিল, এই সংরক্ষণ আইনি দিক থেকে টেকসই নয়। সুপ্রিম কোর্টের রায় রাজ্যের পক্ষেই যাওয়ায় এবার সরকার দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারবে।

সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে থমকে থাকা কলেজে ভর্তি প্রক্রিয়া এবং জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট খুব দ্রুতই প্রকাশ হয়ে যাবে। বহুদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন করে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে — যা রাজ্যের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।