আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনার জন্য দারুন একটি সুখবর। কেন্দ্র সরকার যারা পরিচালিত সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন মেয়াদ শেষে ১০ লক্ষ টাকা পর্যন্ত। তাই এই যোজনার মাধ্যমে আপনার কন্যা সন্তান কে নিয়ে আর আপনার দুশ্চিন্তা করতে হবে না। মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজকর্ম আপনারা এই টাকা দিয়ে করে নিতে পারবেন। আপনি যদি এখনো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে জেনে না থাকেন তাহলে আজকের প্রতিবেদনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা হল কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত ক্ষুদ্র একটি সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে এবং নারী সুরক্ষার জন্য মূলত কেন্দ্র সরকার চালু করেছে। ভবিষ্যতে যাতে কন্যা সন্তানের শিক্ষাগত দিক দিয়ে বা বিবাহের ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্যই এই আর্থিক সহায়তা। আপনার মেয়ে যত বড় হবে, তার উচ্চশিক্ষা, বিবাহের খরচ থেকে শুরু করে জীবনের অন্যান্য গুরুত্বর জন্য একটি সুরক্ষিত অর্থ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। কিভাবে আপনারা এই প্রকল্পের নাম লেখাবেন এবং কিভাবে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করবেন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সুকন্যা সমৃদ্ধি যোজনা কী?
সুকন্যা সমৃদ্ধি যোজনা হল ভারত সরকার কর্তৃক পরিচালিত একটি ছোট সঞ্চয় ও বিমা প্রকল্প। আপনার কন্যাসন্তানের যাতে ভবিষ্যতে কোন সমস্যা না হয় সেজন্য এই যোজনা ভবিষ্যতের জন্য খোলা হয়। এই প্রকল্প শুরুর প্রথমে স্লোগান ছিল —“বেটি বাঁচাও, বেটি পড়াও” অভিযানের অংশ হিসেবে ২০১৫ সালে চালু হয়েছে। এবং এই স্লোগানটিকে সার্থক করার জন্যই মূলত কেন্দ্র সরকার এই উদ্যোগ নিয়েছে। এই যোজনা সম্পূর্ণরূপ ট্যাক্স ছাড়, গ্যারান্টেড সুদ ও নিরাপত্তাজনিত বিনিয়োগের জন্য এটি অতি জনপ্রিয়।
মূল বৈশিষ্ট্যসমূহ
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
প্রকল্প প্রযোজ্য | কেবল কন্যাসন্তানের জন্য |
সর্বোচ্চ অ্যাকাউন্ট | ২টি কন্যা সন্তানের জন্য আলাদাভাবে |
সুদের হার (২০২৫ Q4) | প্রায় ৮.২% |
জমার সীমা (বার্ষিক) | ₹২৫০ থেকে ₹১.৫ লক্ষ |
কমপালসারি খোলার বয়স সীমা | ১০ বছরের মধ্যে |
মেয়াদ | ২১ বছর বা ১৮ বছর বয়সে বিবাহ হলে অধিক |
জমা আর সময়সীমা
নিয়মিত মনে রেখে জমা দিতে হবে ১৫ বছর। আপনার কন্যা সন্তানের বয়স যদি ১০ বছরের নিচে হয় তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন ২৫০ টাকা বার্ষিক সর্বোচ্চ ₹১.৫ লক্ষ পর্যন্ত জমা দিতে হবে। পরবর্তী সময় সুদ চক্রবৃদ্ধি হারে জমা হয় তাই খুব অল্প সময়ের মধ্যেই অনেক বেশি টাকা পাওয়া যায়।
সুদের হার ও হিসাব
সুপারভাইজড ত্রৈমাসিক ভিত্তিতে সুদ রিভাইজ করা হয়। অর্থাৎ প্রতি তিন মাস অন্তর অন্তর সুদ জমা হতে থাকে এবং এটি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে ৮.২% সুদ প্রযোজ্য। প্রতিবছর মার্চ মাসে এই টাকা একাউন্টে জমা হয়।
কর ছাড় সুবিধা (EEE ক্যাটাগরি)
এখানে যত টাকা জমা হবে সেই জমার উপর ধারা ৮০সি অনুযায়ী ₹১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড়ের সুবিধা রয়েছে। এছাড়াও এখানে যেই টাকা দেওয়া হয় অর্থাৎ সুদের উপর কোনও কর দিতে হয় না। এছাড়াও মেয়াদ শেষে আপনি যে টাকা পাবেন অর্থাৎ ম্যাচিউরিটি টাকা সম্পূর্ণ করমুক্ত। এই সমস্ত সুবিধার জন্য এটি সর্বাপেক্ষা জনপ্রিয় হয়ে উঠেছে।
টাকা তোলার নিয়ম
মেয়ে ১৮ বছর হলে এবং ১০ম শ্রেণী উত্তীর্ণ হলে শিক্ষা ব্যয়ের জন্য ৫০% টাকা উত্তোলন করা যাবে। এছাড়াও মেয়ে ২১ বছরে বা বিবাহিত হলে সম্পূর্ণ টাকা উত্তোলন করা সম্ভব। বিয়ের ক্ষেত্রে ১ মাস আগে বা ৩ মাস পরে টাকা উত্তোলন করার অনুমতি রয়েছে। অর্থাৎ এখানে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বিবাহ সর্বাপেক্ষা আপনার কন্যা সন্তানের জন্য দুশ্চিন্তা করতে হবে না এই টাকা দিয়েই আপনি কন্যা সন্তানের পড়াশুনা থেকে বিবাহ সমস্ত কিছু করতে পারবেন।
কিভাবে অ্যাকাউন্ট খুলবেন?
এখানে আবেদন জানানোর জন্য প্রথমেই নিকটস্থ পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্ক এ যান। এরপর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এখানে যে সমস্ত ডকুমেন্টস দরকার সেগুলি হল
- কন্যাসন্তানের জন্মশংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট
- অভিভাবকের পরিচয়পত্র (আধার/ভোটার) বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- স্থায়ী ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ/রেশন বিল) বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- পাসপোর্ট সাইজ ছবি
- SSY ফর্ম পূরণ ও প্রাথমিক জমা ₹২৫০ ভরে আবেদন করুন।
SSY বনাম অন্যান্য স্কিম
অন্যান্য যেকোনো স্কিমের তুলনায় এটি সর্বাপেক্ষা সুবিধা জনক। এছাড়াও আপনি এই প্রকল্পের মাধ্যমে অনেক বেশি টাকা রিটার্ন পেয়ে যাবেন। তাই আপনার বাড়ি যদি কন্যা সন্তান থেকে থাকে এটি আপনার জন্য একটি বিশেষ সুবিধা জনক।
স্কিম | সুদের হার | ট্যাক্স সুবিধা | মেয়াদ |
---|---|---|---|
SSY | ৮.২% | EEE | ২১ বছর |
PPF | ৭.১% | EEE | ১৫ বছর |
LIC বিবিধ পলিসি | ৫‑৭% | আংশিক | ভিন্ন ভিন্ন |
কেন SSY-এ বিনিয়োগ করবেন?
অনেকের বাড়িতে কন্যা সন্তান থাকার জন্য তারা দুশ্চিন্তায় ভোগেন বিশেষ করে মেয়ের বিয়ে দেওয়ার খরচ জোগাড় করতে হিমশিম খান অনেকে। তাই এবার কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনার মেয়ে পড়াশোনা ও বিবাহে আর্থিক নিরাপত্তা পাবে। এখানে আপনারা ২৫০ টাকা বিনিয়োগ করেই কমপাউন্ড সুদের সুবিধা দীর্ঘমেয়াদি সময়ে লাভজনক রিটার্ন গড়ে তোলে। এটি সম্পূর্ণ ঝুঁকি ছাড়াই, করমুক্ত বিনিয়োগ তাই এখানে বিনিয়োগ করলে আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর আপনাকে দুশ্চিন্তা করতে হবে না।
আপনার বাড়িতে যদি দুটি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনি দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার মেয়ের ভবিষ্যতের সবচেয়ে সুরক্ষিত সঙ্গী হতে পারে—তাই এখানে আপনি আড়াইশো টাকা করে প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে এই প্রকল্পে আবেদন জানাতে পারেন এবং মেয়ে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনার টাকার পরিমানও বাড়তে থাকবে। এই সরকারি প্রকল্পে বিনিয়োগ করলে আপনি শুধু টাকা সঞ্চয় করছেন না, আপনার মেয়েকে একটি নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন উপহার দিচ্ছেন।

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.