আপনার কাছে যদি পুরনো পাঁচ টাকার নোট থেকে থাকে তাহলে আপনি হয়ে যেতে পারেন লাখপতি। আন্তর্জাতিক বাজারে পুরনো নোট ও কয়েনের আলাদা গুরুত্ব রয়েছে। অনেক সংগ্রাহক (Collectors) এমন বিরল নোটের জন্য লাখ লাখ টাকা খরচ করতেও রাজি। তাই অনেকে রয়েছেন পুরনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখেন এবার আপনি যদি পাঁচ টাকার এই নোট সংগ্রহ করে রেখে থাকেন তাহলে আপনি লাখপতি হয়ে যেতে পারেন ঘরে বসেই। যদি আপনার কাছে পুরনো ৫ টাকার নোট থাকে, তাহলে সেটি বিক্রি করে আপনি সহজেই ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। কিছু ক্ষেত্রে একাধিক নোট বিক্রি করে লাখপতি হওয়াও সম্ভব

Sell Your Old Rs 5 Note
Sell Your Old Rs 5 Note

তবে এক্ষেত্রে আপনার কাছে যে ৫ টাকাটি রয়েছে সেই পাঁচ টাকার বেশ কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। বর্তমান দিনে ৫ টাকার নোট আর দেখা যায় না। ভারত সরকার নতুন করে আর পাঁচ টাকার নোট এখন ছাপায় না। কিন্তু অনেকে এই পুরনো ৫ টাকার নোট সংগ্রহ করে রেখেছেন। এই নোট থেকে কিভাবে আপনি লাখপতি হবেন চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 কোন ৫ টাকার নোটের বেশি দাম মিলবে?

সব পুরনো নোটের সমান দাম পাওয়া যায় না। কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকলে সেই নোটের চাহিদা অনেক বেড়ে যায়—

  • নোটের পিছনে কৃষকের ট্র্যাক্টর চালানোর ছবি পরিষ্কারভাবে মুদ্রিত থাকতে হবে। তাহলে আপনি এই নোট বিক্রি করতে পারবেন।
  • ট্র্যাক্টরের পিছনে একটি টিলারের ছবি থাকতে হবে। তাহলেও আপনি এই নোট বিক্রি করতে পারবেন।
  • যদি কোন নোটে নোটে সিরিয়াল নম্বর ৭৮৬ সিরিয়াল নাম্বার থাকে তাহলে সেটি হবে আকাশছোয়া দাম।

যদি আপনার কাছে এই ধরনের ৫ টাকার নোট থাকে, তবে তা সংগ্রাহকদের কাছে অনেক দামে বিক্রি হতে পারে। ভারতবর্ষে অনেক সংগ্রহশালা রয়েছে এমনকি অনেক ব্যক্তি রয়েছে যারা পুরনো নোট সংগ্রহ করতে ভালোবাসেন এবং এগুলো সংগ্রহশালায় রেখে দিতে চান। তাই আপনি যদি এমন কোন নোট সংগ্রহ করে রাখেন যেটি বিক্রি করে খুব সহজেই লাখপতি হয়ে যেতে পারবেন।

সুযোগ হারালে আফসোস করবেন

এই ধরনের অফার বা সুযোগ প্রতিদিন আসে না। একটি মাত্র ৫ টাকার নোট বিক্রি করে পেতে পারেন প্রায় ৪ লক্ষ টাকা। আবার, যদি আপনার কাছে তিনটি এমন নোট থাকে, সেক্ষেত্রে বিক্রির মাধ্যমে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তাই আপনার বাড়িতে যদি এই নোট থেকে থাকে তাহলেই আপনি লাখপতি হতে পারবেন খুব সহজে।

 কোথায় বিক্রি করবেন এই নোট?

তবে খালি এই নোট থাকলেই হবে না এই নোট বিক্রি করতে হবে। এবার প্রশ্ন হল আপনি এই নোট কিভাবে এবং কোথায় বিক্রি করবেন? আপনি চাইলে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে পুরনো নোট বিক্রি করতে পারেন। এর মধ্যে জনপ্রিয় একটি হলো Quikr। এছাড়াও আরো অনেকগুলি অনলাইন প্লাটফর্ম রয়েছে যেখানে আপনারা এই নোট সহজেই বিক্রি করতে পারবেন। CoinBazzar.com , ShopClues.com , Marudhar Arts এই ওয়েবসাইট গুলিতে আপনার ৫ টাকার নোটটি বিক্রি করতে পারবেন। তবে এখানে প্রচার করার আগে আপনাকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনার নোটের পরিষ্কার করে ফটো তুলে সেই সাইডে আপলোড দিতে হবে। গ্রাহক বা সংগ্রাহকরা (Buyers) আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। দাম ঠিক করে লেনদেন করতে পারবেন।

বিশেষ সতর্কবার্তা

এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পুরনো নোট বিক্রির নামে অনেক সময় প্রতারণা হয়। তাই এ ব্যাপারে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কোনওভাবেই পুরনো নোট কেনা-বেচার অনুমতি দেয় না। কারণ অনেক সময় দেখা যায় অনেক প্রতারক এই পুরনো নোট কেনার নামে অনেক টাকা হাতিয়ে নেয়। প্রতারকরা প্রায়ই প্রথমে আপনার কাছ থেকে টাকা চাইতে পারে। তাই সতর্ক না হলে বড় ক্ষতির শিকার হতে পারেন। তাই ৫ টাকার নোট বিক্রি করার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।

যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভেবে-চিন্তে কাজ করা উচিত এবং প্রতারণার ফাঁদে পা দেওয়া থেকে সাবধান থাকতে হবে।

যদি আপনার বাড়িতে পুরনো ৫ টাকার নোট থাকে এবং তাতে বিশেষ নম্বর বা ছবি থাকে, তবে সেটি হতে পারে আপনার লাখপতি হওয়ার সুযোগ। তবে মনে রাখবেন, সব তথ্য যাচাই করে এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম বেছে নিয়ে তবেই পদক্ষেপ নিন।