যারা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করতে চান তাদের জন্য এবার সরকারের নিয়ে আসা হয়েছে বিশেষ একটি স্কলারশিপ। এই স্কলারশিপ এ আবেদন করলে আপনি ৪৫ হাজার পর্যন্ত টাকা পেয়ে যেতে পারেন। বর্তমান দিনের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এবং মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে অর্থের অভাবে পিছিয়ে না পড়ে তার জন্য কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প এবং স্কলারশিপ নিয়ে এসেছেন যার ফলে উপকৃত হচ্ছে সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। কিভাবে আপনারা এই স্কলারশিপ এ আবেদন করবেন এবং এই স্কলারশিপের আবেদন করতে গেলে কি কি যোগ্যতার দরকার এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।

বর্তমান দিনের পড়াশুনা চালাতে বিশেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করতে গেলে প্রচুর খরচ প্রয়োজন। তাই পড়াশুনায় যাতে কোন সমস্যা না হয় তার জন্য এবার কেন্দ্রীয় সরকারের তরফে আনা হয়েছে বিশেষ একটি স্কলার্শিপ। এবার কেন্দ্র সরকারের তরফ থেকে SC, ST ও OBC সম্প্রদায়ের জন্য ২০২৫ সালের একটি নতুন স্কলারশিপ স্কিম চালু করা হয়েছে, এই স্কলারশিপ এর মাধ্যমে শিক্ষার্থীরা সর্বোচ্চ ₹৪৫,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।

এই স্কলারশিপ দেওয়ার পিছনে উদ্দেশ্য

এই স্কলার্শিপ দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হলো সমাজের তপশিলি জাতি এবং উপজাতি যারা মূলত পিছিয়ে রয়েছে তাদের শিক্ষাক্ষেত্রে যাতে কোন সমস্যা না হয় এবং উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে তার জন্যই এই স্কলারশিপ এনেছে কেন্দ্র সরকার। এই স্কলারশিপের টাকা পাওয়ার ফলে ছাত্রছাত্রীরা অনেকাংশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হবে ফলে মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা বাদ দেবে না। এর ফলে ছাত্রছাত্রীরা যত পড়াশোনা করবে ততো ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজেরও উন্নতি ঘটবে। এই স্কলারশিপ দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হলো-

  • পিছিয়ে পড়া সম্প্রদায় বিশেষ করে SC/ST/OBC ছাত্রছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করা, এছাড়াও তারা যাতে অর্থের অভাবে পড়াশোনা বাদ না দেয় সেদিকে নজর দেওয়া।
  • এই আর্থিক সহায়তা দেওয়ার পিছনে মূল আরেকটি উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীরা যাতে মাঝপথে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে দেয়।
  • এর ফলে জাতীয় শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং সমাজের উন্নতি ঘটবে

এই স্কলারশিপের প্রধান বৈশিষ্ট্যসমূহ

  1. মূলত এই স্কলারশিপটির নাম হচ্ছে SC ST OBC স্কলারশিপ ২০২৫, যা অনেক ক্ষেত্রে OASIS স্কলারশিপ নামেও পরিচিত।
  2. এই স্কলারশিপটি পরিচালনা করে ভারতের কেন্দ্রীয় সরকার এবং সামাজিক ন্যায় ও অধিকারিতা মন্ত্রক (Ministry of Social Justice and Empowerment) দপ্তরের তরফ থেকে
  3. মূলত এই স্কলারশিপটি সমাজে পিছিয়ে পড়া জাতি তথা  Scheduled Caste (SC), Scheduled Tribe (ST) এবং Other Backward Classes (OBC) শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া হবে, যারা সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। যারা রেগুলার কোন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ বা ইনস্টিটিউশনে পড়াশুনা করছেন তাদের জন্যই এই স্কলারশিপ।
  4. এই স্কলারশিপের অধীনে ছাত্রছাত্রীদের সর্বাধিক ₹৪৫,০০০ থেকে ₹৪৮,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। তবে এই পরিমাণ নির্ভর করে শিক্ষার্থীর কোর্স ও ক্লাসের উপর। উচ্চ শিক্ষার জন্য বেশি টাকা দেওয়া হয় এবং নিচু ক্লাসে পড়াশোনা করলে আর্থিক সহায়তার পরিমাণ কম থাকে।

কারা কারা এই স্কলারশিপ পাবেন

এই স্কলারশিপ পেতে হলে আপনার নিচের দেওয়া যোগ্যতা গুলো থাকতে হবে:

  • এখানে আবেদন করতে হলে আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • এখানে আবেদনকারীর প্রার্থী SC, ST অথবা OBC শ্রেণীর হতে হবে। এছাড়াও এখানে আবেদন করতে হলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
  • যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার পড়াশুনো চালিয়ে যেতে হবে। তবে যারা দূর শিক্ষার মাধ্যমে অর্থাৎ ডিসটেন্সে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপ পাবেন না।
  • পারিবারিক আর্থিক ইনকাম কম থাকতে হবে।
  • তার থেকে অবশ্যই ৬০% নাম্বার পেতে হবে।

এই স্কলারশিপ এ কারা কারা কত টাকা পাবেন?

প্রতিটি শ্রেণীর জন্য আলাদা আলাদা টাকা দেওয়া হবে। SC, ST ও OBC ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ যে সমস্ত ক্লাসের জন্য যত টাকা দেওয়া হবে সেগুলি হল-

শিক্ষা স্তরবার্ষিক আর্থিক সহায়তা
মাধ্যমিক স্তর₹১২,০০০ টাকা
উচ্চমাধ্যমিক স্তর₹১৮,০০০ টাকা
স্নাতক / স্নাতকোত্তর₹৪৫,০০০- ₹৪৮,০০০ টাকা

আবেদন পদ্ধতি

এই স্কলারশিপ এ আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এজন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদন পদ্ধতি আলোচনা করা হলো-

১. প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে

এখানে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট টি হল  https://oasis.gov.in/

২. এরপর আবেদনকারীকে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে এবং মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে।

৩. রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে মূল ফর্মটা ফিলাপ করতে হবে যেখানে আবেদনকারী যাবতীয় সমস্ত তথ্য দিতে হবে।

৪. এরপর বেশকিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে

৫. এবার আবেদন পত্রটি সম্পন্ন হয়ে গেলে ফাইনাল সাবমিট করে আবেদন পত্রটি কলেজে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

এখানে আবেদন করতে গেলে আবেদনকারীকে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে-

১.এখানে আবেদন করার প্রধান শর্ত হলো আবেদনকারীর অবশ্যই SC/ST/OBC শংসাপত্র থাকতে হবে।

২. স্থানীয় প্রশাসন তথা পঞ্চায়েত অফিস থেকে বা ভিডিও অথবা সভাপতি বা এম এল এর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

৩. পূর্ববর্তী শিক্ষার মার্কসিট জমা করতে হবে

৪. ভর্তির রশিদ দেখাতে হবে

৫. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং সিগনেচার সঙ্গে রাখতে হবে

৬. আবেদনকারী নিজের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে।

৭. এছাড়াও বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড মাধ্যমিকের এডমিট কার্ড ইত্যাদি রাখতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে।

সমাজের পিছিয়ে পড়া জাতির অগ্রগতির জন্য এবং মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার সম্প্রসারণের জন্য SC/ST/OBC Scholarship 2025 চালু করা হয়েছে, যার মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের শিক্ষার প্রসার ঘটিয়ে সমাজের উন্নতি ঘটাতে পারবে। শেখা মানুষকে সমাজে অগ্রগতির পথ দেখায়। একমাত্র শিক্ষায় পারে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে। তাই কেউ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এজন্য এই ধরনের আর্থিক সহায়তা শুধু শিক্ষার্থীদের জীবন পরিবর্তন করে না, বরং একটি উন্নত সমাজ গঠনে সহায়তা করে। তাই আপনি যদি উপরের সমস্ত যোগ্যতা পূরণ করেন, তাহলে আর দেরি না করে আজই https://oasis.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।