ভারতের সবথেকে বৃহত্তম এবং রাষ্ট্রীয়ত্ব ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের অনলাইন টাকা পাঠানোর নিয়মে বড় পরিবর্তন আনছে। এবার থেকে আর আপনি ফ্রিতে টাকা পাঠাতে পারবেন না কাউকে। এবার থেকে কাউকে অনলাইনের মাধ্যমে টাকা পাঠাতে হলে আপনাকে দিতে হবে চার্জ। এতদিন পর্যন্ত ফ্রিতে টাকা পাঠানো যেত। তবে এবার থেকে আর ফ্রি নয়। কি কি নিয়মে পরিবর্তন আসলো এবং কত টাকা পাঠালে আপনাকে কত চার্জ দিতে হবে সে ব্যাপারে বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে।

বিশেষ করে IMPS (Immediate Payment Service) এর মাধ্যমে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে সার্ভিস চার্জে নতুন কাঠামো চালু হচ্ছে। এই পরিবর্তন ১৫ আগস্ট ২০২৫ থেকে খুচরা গ্রাহকদের (Retail Customers) জন্য কার্যকর হবে। যারা নিয়মিত টাকা টেনেস্পার করে থাকে এবং এসবিআই এর ব্যাংক একাউন্ট ব্যবহার করেন তাদের জন্যই এই নিয়ম কার্যকরী হবে। তবে যারা ব্যবসায়িক ক্ষেত্রে টাকা লেনদেন করেন অর্থাৎ কর্পোরেট গ্রাহকদের ক্ষেত্রে একই নিয়ম ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। ব্যাঙ্কের হিসাবে, এই পরিবর্তন প্রায় ৪০ কোটি গ্রাহকের উপর প্রভাব ফেলবে। আপনারা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যাংকের বই থেকে থাকে তাহলে আপনার অবশ্যই বিস্তারিতভাবে জেনে নেওয়া দরকার।
IMPS কী এবং কেন এই পরিবর্তন
IMPS হলো একটি তাৎক্ষণিক অর্থ স্থানান্তর পরিষেবা, যেটি সর্বক্ষণ চালু থাকে এবং ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন কাজ করে। বিশেষ করে ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ বা ATM-এর মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করা যায়। ভারতবর্ষে সর্বাপেক্ষা দ্রুত ও নিরাপদ লেনদেনের জন্য IMPS অন্যতম জনপ্রিয় পদ্ধতি। তবে দীর্ঘদিন ধরে চার্জে কোন পরিবর্তন ছিল না এবং একই রকম ছিল যেটি গ্রাহকেরা বুঝতেও পারত না। এবার আর নামমাত্র চার্জ নেই। তবে এখানে আরো একটি সুবিধা দেওয়া হয়েছে যেটি হল যারা দিনে অল্পস্বল্প লেনদেন করে তাদের ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না। বড় অংকের লেনদেনের ক্ষেত্রেই চার্জ দিতে হবে।
অনলাইন লেনদেনে নতুন চার্জ কাঠামো (ইন্টারনেট ব্যাঙ্কিং বা YONO অ্যাপ)
- দৈনিক ₹২৫,০০০ পর্যন্ত লেনদেন → কোনও চার্জ নেই
- ₹২৫,০০০ থেকে ₹১ লক্ষ পর্যন্ত → ₹২ চার্জ + প্রযোজ্য GST
- ₹১ লক্ষ থেকে ₹২ লক্ষ পর্যন্ত → ₹৬ চার্জ + প্রযোজ্য GST
- ₹২ লক্ষ থেকে ₹৫ লক্ষ পর্যন্ত → ₹১০ চার্জ + প্রযোজ্য GST
এর ফলে দিনে যারা ছোটখাটো লেনদেন করে থাকে তাদের আর কোন চার্জ দিতে হবে না এটা সাধারণ গ্রাহকদের জন্য বড় সুবিধা।
শাখা থেকে টাকা পাঠানোর নতুন নিয়ম
তবে আপনি যদি ব্যাংকের কোন শাখা থেকে অন্য কোথাও টাকা পাঠান তাহলে এক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে। যদি গ্রাহক সরাসরি SBI-র শাখায় গিয়ে টাকা পাঠাতে চান, তাহলে চার্জের হার আলাদা হবে—
- ₹১,০০০ পর্যন্ত → কোনও চার্জ নেই
- ₹১,০০০ থেকে ₹১০,০০০ পর্যন্ত → ₹২ চার্জ + GST
- ₹১০,০০০ থেকে ₹২৫,০০০ পর্যন্ত → ₹৪ চার্জ + GST
- ₹২৫,০০০ থেকে ₹১ লক্ষ পর্যন্ত → ₹৬ চার্জ + GST
- ₹১ লক্ষ থেকে ₹২ লক্ষ পর্যন্ত → ₹১২ চার্জ + GST
- ₹২ লক্ষ থেকে ₹৫ লক্ষ পর্যন্ত → ₹২০ চার্জ + GST
এই পরিবর্তনের ফলে যারা ছোটখাটো লেনদেন করে থাকেন তাদের উপর কোন প্রভাব পড়বে না তবে যারা বড় অংকের লেনদেন করেন বা যারা নিয়মিত ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং প্রচুর টাকার লেনদেন হয় তাদের ক্ষেত্রে অনেক বড় প্রভাব পড়বে। তবে বর্তমান যে ট্রান্সফার সিস্টেম চালু করা হয়েছে এটি মূলত গ্রাহকরা যাতে ব্যাংকে গিয়ে ভিড় না জামাই এবং নিজেরাই অনলাইন এর মাধ্যমে ট্রানজেকশন করতে পারে এর উদ্দেশ্যে চালু করা হয়েছে। কারণ ব্যাংকে গিয়ে ট্রানজেকশন করলে প্রচুর টাকা বেশি চার্জ দিতে হচ্ছে।
খুচরা গ্রাহকদের জন্য নতুন নিয়ম ১৫ আগস্ট থেকে কার্যকর হলেও কর্পোরেট গ্রাহকদের জন্য এই পরিবর্তন কার্যকর হবে ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
SBI-র এই নতুন চার্জ কাঠামো মূলত ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। যারা প্রতিদিন অল্পস্বল্প লেনদেন করেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় আর্থিক লেনদেনে বাড়তি খরচ লাগবে না। সাধারণ মানুষের জন্য এটি অবশ্যই এটি সুবিধাজনক হবে বলে আশা করা যাচ্ছে।

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.