পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত জনপ্রিয় প্রকল্প গুলো চালু করেছেন তাদের মধ্যে সবুজ সাথী প্রকল্প আরো একটি উল্লেখযোগ্য প্রকল্প। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘সবুজ সাথী’ আবারও খবরের শিরোনামে। রাজ্য সরকার চলতি মাসেই নতুন করে প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল বিতরণের কাজ শুরু করেছে। গ্রাম এলাকায় অনেক ছাত্রছাত্রীদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটাই বেশি তাই তাদের ইস্কুলে যাতায়াতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে প্রচুর ছাত্র-ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে স্কুলে যেতে পারবে।

সরকার জানিয়েছে, এবারের সাইকেল বিতরণের দায়িত্ব নিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। আর পুরো প্রক্রিয়া কার্যকর করতে নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে রাজ্য এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন ও আর্থিক বিষয়ক পর্ষদ।
সবুজ সাথী প্রকল্পের মূল লক্ষ্য
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প গুলোর মধ্যে ‘সবুজ সাথী’ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় উদ্যোগ, যা মূলত স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। মূলত নবম ক্লাস থেকে শুরু করে দ্বাদশ ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। বর্তমান দিনে এখনো অনেক গ্রামীণ এলাকায় পরিবহন ব্যবস্থা ভালো নেই সেই সমস্ত এলাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারে না তাই
এ পর্যন্ত কতজন পড়ুয়া সাইকেল পেয়েছে?
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রকল্প চালু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ১ কোটি ৩৮ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে। চলতি মাসে নতুন করে আরও ১২ লক্ষ সাইকেল বিতরণ করা হবে এবং এর ফলে এই সংখ্যা পৌঁছে যাবে প্রায় দেড় কোটিতে।
সমাজে কী প্রভাব পড়ছে?
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সবুজ সাথী প্রকল্প মেয়েদের শিক্ষায় বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ জন্মাবে এবং পরিবার থেকেও ছাত্র-ছাত্রীদের পড়াশোনার করার জন্য উৎসাহ দেবে। অনেক পরিবারে মেয়েরা দূরের স্কুলে যাওয়া বন্ধ করে দিত কারণ তাদের পরিবহনের সুযোগ কম ছিল। কিন্তু সাইকেল পাওয়ার পর সেই সমস্যা দূর হয়েছে।
তাই রাজ্য সরকারের যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে এই প্রকল্প একটি অন্যতম এবং উল্লেখযোগ্য। অনেক ছাত্র-ছাত্রীরা নবম দশম শ্রেণীতে ওঠার সঙ্গে সঙ্গে পড়াশোনা বাদ দিয়ে দেয় তবে সাইকেল পাওয়ার আশায় অনেকে পড়াশোনা চালিয়ে যায় এর ফলে শিক্ষাগত দিক দিয়ে দেখলে সমাজের অগ্রগতি ঘটছে ।
সরকারের বক্তব্য
রাজ্য সরকারের মতে এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার ফলে শুধুমাত্র এটি যে একটি শিক্ষা সহায়ক কর্মসূচি তা নয় এটি সামাজিক পরিবর্তনেও বিশেষ ভূমিকা রাখে। সরকারের বিশ্বাস, প্রতিটি শিক্ষার্থী সমান সুযোগ পেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে। সমাজের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা আর শিক্ষা যদি সকলেই গ্রহণ করতে পারে তাহলে পরবর্তী প্রজন্ম আরও অগ্রগতি এবং উন্নত হবে সঙ্গে সমাজেরও উন্নতি ঘটবে।
পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্প কেবল একটি সাইকেল বিতরণ কর্মসূচি নয়, বরং এটি শিক্ষার প্রসার ও সামাজিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই প্রকল্প সমগ্র দেশের মধ্যে একটি ঐতিহাসিক প্রকল্প এবং সকল রাজ্যের জন্য একটি একটি দৃষ্টান্ত মূলক পদক্ষেপ। চলতি মাসে ১২ লক্ষ নতুন পড়ুয়া সাইকেল পাওয়ার ফলে এই প্রকল্পের সাফল্য আরও এক ধাপ এগোলো।

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.