আপনি যদি খুব অল্পদিনেই মোটা টাকা আর রিটার্ন পেতে চান তাহলে পোস্ট অফিসে যান। পোস্ট অফিসের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে যেগুলো খুব অল্প দিনে আপনাকে মোটা অংকের রিটার্ন দিতে পারে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পোস্ট অফিসের নতুন আরো একটি স্কিম যেখানে আপনারা পাঁচ বছরে পেয়ে যেতে পারেন ১৩ লক্ষ টাকা। আপনি যদি খুব অল্পদিনে এবং সরকারি গ্যারান্টার যুক্ত স্কিমে বিনিয়োগ করতে চান যেখানে কোনরকম ঝুঁকি ছাড়াই আপনি অল্প দিনে মোটা অংকের রিটার্ন পাবেন তাহলে আজ আপনার জন্য যে স্কিমটি নিয়ে এসেছি সেটি হতে যাচ্ছে একটি দুর্দান্ত স্কিম।

বর্তমান দিনে অনেকেই ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে সেভিংস করে রাখতে চাই। এজন্য সব থেকে উপযুক্ত হলো পোস্ট অফিস। কোনরকম ঝুঁকি আপনি যদি নিশ্চিত আয় পেতে চান তাহলে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিম হতে পারে আপনার জন্য একটি চমৎকার বিকল্প। এটি পুরোপুরি কেন্দ্রীয় সরকারি গ্যারান্টি যুক্ত স্কিম এবং এই স্কিমে বিনিয়োগ করলে পাঁচ বছরের মধ্যে মিলতে পারে মোটা অঙ্কের রিটার্ন। অর্থাৎ আপনি এখানে পাঁচ বছরেই ১৩ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন। তাহলে কিভাবে আপনারা এই স্কিমের জন্য আবেদন করবেন এবং এই স্কিমে আবেদন করতে কি কি লাগবে ও এই স্কিম সম্বন্ধে আরও বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

কোনরকম ঝুঁকি ছাড়াই নিরাপদ বিনিয়োগ

NSC অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হল একটি সম্পূর্ণ নিরাপদ স্কিম এবং নির্ভরযোগ্য স্কিম, যেটি কেন্দ্রীয় সরকারের দ্বারা গ্যারান্টিযুক্ত। যে সমস্ত ব্যক্তিরা কোন রকম ঝুঁকি ছাড়াই নিজেদের সঞ্চিত অর্থ সংরক্ষণ করে রাখতে চান এবং তার ওপর বাড়তি লাভ পেতে চান তাদের জন্য এটি একেবারে উপযুক্ত। যদি কোন ব্যক্তির একবারে যে কোন জায়গা থেকে মোটা অংকের টাকা আসে, তা সে হতে পারে অবসরকালীন অর্থ, জমি বিক্রির টাকা বা সঞ্চিত অর্থ, তাঁরা চাইলে NSC স্কিমে বিনিয়োগ করে পেয়ে যেতে পারেন নিশ্চিত রিটার্ন।

কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন?

যেকোনো ভারতীয় নাগরিক হলেই এই স্কিমে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যাবেন। এখানে তেমন কোন বাধ্যবাধকতা নেই, একজন ব্যক্তি একা বা যৌথভাবে (সর্বোচ্চ ৩ জন প্রাপ্তবয়স্ক) NSC অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি এখানে আরো একটি সুবিধা হল ১০ বছরের বেশি বয়সী শিশুরাও অ্যাকাউন্ট খুলতে পারে। এখানে অ্যাকাউন্ট খোলা নিয়ে কোন বাধ্যবাধকতা নেই যে কেউ এখানে একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও এখানে বিনিয়োগকারী তার পরিবারের যে কাউকে নমিনি রাখতে পারবেন অর্থাৎ এই টাকা পরবর্তীকালে ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকবে। সব থেকে বড় কথা হলো এখানে যত খুশি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

বিনিয়োগের পরিমাণ ও করছাড়

যদি কোন ব্যক্তি এখানে বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে তিনি ন্যূনতম শুধুমাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে এই অ্যাকউন্ট খুলতে পারবেন তবে এখানে সর্বোচ্চ কোন উর্ধ্ব সীমা নেই অর্থাৎ যত খুশি টাকা আপনি জমা করতে পারেন। এছাড়াও কোন ব্যক্তি যদি চাই সে এককালীন একধাপে মোটা অংকের টাকাও জমা করে রাখতে পারে। এখানে আরো একটি সবথেকে বড় সুবিধা হল সরকার গ্যারান্টার রয়েছে এবং আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী, বছরে ₹১.৫ লাখ পর্যন্ত বিনিয়োগে করছাড় পাওয়া যায়। ফলে শুধু সুরক্ষিত রিটার্ন নয়, এই স্কিমে কর বাঁচানোর সুযোগও রয়েছে। এই বিষয়টিও অনেকের দৃষ্টি আকর্ষণ করবেন এবং এখানে বিনিয়োগ করতে চাইবেন।

সুদের হার ও সম্ভাব্য রিটার্ন

এখানে টাকা বিনিয়োগ করলে আপনার টাকা চক্রবৃদ্ধি হারে বাড়বে এবং বর্তমানে NSC স্কিমে বার্ষিক ৭.৭% হারে সুদ দেওয়া হয়, যেটি চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে যদি দুইজন মিলে ₹৯ লাখ বিনিয়োগ করেন, তাহলে ৫ বছর পর প্রায় ₹১৩,০৪,১৩০ টাকা ফেরত পাওয়া সম্ভব। এর মধ্যে প্রায় ₹৪ লাখের বেশি শুধুই সুদ হিসেবে জমা হবে। খুব অল্প সময়ে এটা একটা মোটা রিটার্ন ধরা যেতেই পারে।

প্রয়োজনে ঋণ নেওয়ার সুবিধা

এখানে আরও একটি বিশেষ সুবিধা হল NSC-তে বিনিয়োগ করার পর যদি মাঝপথে কোন ইমারজেন্সি কারণে টাকার দরকার হয়, তাহলে আপনি NSC বন্ধক রেখে পোস্ট অফিস থেকে বা যে কোন জায়গা থেকে ঋণ নিতে পারবেন। এতে আসল বিনিয়োগ ভাঙার দরকার হয় না এবং সহজে তহবিলের ব্যবস্থা করা যায়। এর ফলে এটি একটি আর্থিক নিরাপত্তাও বলা যায়।

সেরা বিনিয়োগ বিকল্প

অন্যান্য বিনিয়োগের তুলনায় এটি একটি সেরা বিনিয়োগ বলা চলে। এখানে যদি স্বামী-স্ত্রী উভয়েই চাকরিজীবী বা কোন কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে যৌথভাবে NSC অ্যাকাউন্ট খুলে আরও বেশি উপকার পাওয়া সম্ভব। যৌথভাবে বিনিয়োগ করলে একদিকে যেমন মোটা অংকের সুদ লাভ হয়, তেমনি করছাড়ের সুবিধাও পাওয়া যায়। শুধুমাত্র ₹৯ লাখ টাকা এখানে বিনিয়োগ করে মাত্র ৫ বছরে ₹১৩ লাখের মতো রিটার্ন পাওয়া সম্ভব।

সবশেষে বলা যায় পোস্ট অফিসের এই NSC স্কিম এমন এক বিনিয়োগ পরিকল্পনা, যেখানে ঝুঁকি নেই কারণ এখানে সরকার গ্যারান্টার যুক্ত রয়েছে এর ফলে এখানে লাভের পরিমাণ যথেষ্ট উল্লেখযোগ্য। যারা খুব অল্প সময়ে নিরাপদ এবং দীর্ঘমেয়াদে রিটার্ন চায়, তাদের জন্য এটি একটি অনবদ্য সুযোগ। অল্প দিনে আপনি যদি টাকা বাড়াতে চান তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি অন্যতম স্কিম।