উচ্চশিক্ষা আজকের যুগে কেবল একটি স্বপ্ন নয়, বরং জীবনে সাফল্যের অন্যতম চাবিকাঠি। জীবনের সফলতা অর্জন করতে হলে উচ্চ শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। কিন্তু অনেক মেধাবী ছাত্রছাত্রী আর্থিক সমস্যার কারণে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এই বাস্তবতা বদলাতে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের OASIS Scholarship কার্যক্রম বিশেষ ভূমিকা রাখছে। এই স্কলারশিপে এককালীন 48,000 টাকা দেওয়া হয় ছাত্র ছাত্রীদের।
OASIS Scholarship 2025 মূলত তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) শিক্ষার্থীদের জন্য তৈরি একটি অনলাইন ভিত্তিক বৃত্তি প্রকল্প। এর উদ্দেশ্য শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং সমাজের মূলধারায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
OASIS Scholarship-এর উদ্দেশ্য
OASIS স্কলারশিপের সবচেয়ে বড় লক্ষ্য হলো—
সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা ও এই সমস্ত ছাত্র ছাত্রীদের আর্থিক প্রতিবন্ধকতা দূর করা। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা। এছাড়াও কেউ যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে সেদিকে নজর দেওয়া। এর ফলে শিক্ষা ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠা করা।
এটি কেবল একটি বৃত্তি নয়, বরং SC, ST ও OBC শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দরজা খোলার এক সুবর্ণ সুযোগ।
কারা আবেদন করতে পারবে? (যোগ্যতা)
OASIS Scholarship 2025-এর জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- প্রার্থীকে SC, ST বা OBC শ্রেণীর হতে হবে। এর জন্য বৈধ কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে।
- আবেদনকারীকে সরকারি স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে। দূরশিক্ষা বা ডিসটেন্স এডুকেশন গ্রহণকারীরা এই বৃত্তির জন্য যোগ্য নয়।
- সর্বশেষ পরীক্ষায় অন্তত 50% নম্বর পেতে হবে।
- পরিবারের বার্ষিক আয় সরকারের নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
কত টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে?
OASIS Scholarship শিক্ষার্থীদের স্তরভেদে আলাদা পরিমাণে আর্থিক সহায়তা দেয়।
শিক্ষা স্তর | বার্ষিক সহায়তার পরিমাণ |
---|---|
মাধ্যমিক (Class 9-10) | ₹12,000 টাকা |
উচ্চমাধ্যমিক (Class 11-12) | ₹18,000 টাকা |
স্নাতক/স্নাতকোত্তর | ₹45,000 – ₹48,000 টাকা |
এই অর্থ সরাসরি DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদন করার সময় নিচের ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে—
- বৈধ SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট
- পারিবারিক আয়ের ইনকাম সার্টিফিকেট
- পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ
- পাসপোর্ট সাইজের ফটো
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য (পাসবুকের প্রথম পাতার কপি)
- আধার কার্ড
আবেদন প্রক্রিয়া
- এখানে আবেদনের জন্য প্রথমেই অফিসিয়াল সাইট ভিজিট করুন : https://oasis.gov.in
- এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন- নাম, ঠিকানা, কাস্ট, জন্মতারিখ ইত্যাদি তথ্য দিয়ে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। নতুন রেজিস্টার করার পরে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
- রেজিস্ট্রেশনের পর আবেদনপত্রে সঠিক তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে মূল ফর্মটা ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে।
- এরপর বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন।
- সব তথ্য যাচাই করে আবেদন জমা দিন।
- জমা দেওয়া ফর্মের একটি কপি প্রিন্ট করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
OASIS Scholarship 2025 হলো এক বিশাল সুযোগ, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ভারতের সংরক্ষিত শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অনেকেই আছে পড়াশোনা করতে চান না, এই স্কলারশিপ তাদের পড়াশোনার প্রতি আগ্রহ জানাবে। যারা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের জন্য এই প্রকল্প জীবন বদলে দিতে পারে। তাই যোগ্য প্রার্থীদের উচিত দেরি না করে অনলাইনে আবেদন করা। যারা যারা নতুন ক্লাসে ভর্তি হয়ে গিয়েছেন কলেজে অথবা ইউনিভার্সিটিতে তারা সকলেই এই স্কলারশিপ এর আবেদন জানাতে পারেন। শিক্ষা কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমগ্র সমাজের উন্নতির মূল ভিত্তি। আর এই স্কলারশিপ সেই উন্নতিরই এক দৃঢ় হাতিয়ার।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.