কেন্দ্র সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ একটি স্কলারশিপ নিয়ে এসেছেন। এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন ক্লাস অনুযায়ী ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়ে যাবেন। ছোট ক্লাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এমন কি গ্রাজুয়েশন পোস্ট গ্রেজুয়েশন এবং সমস্ত কোর্সের জন্যই এই স্কলারশিপ এ টাকা দেওয়া হয়। এখানে সর্বমোট বছরের প্রায় 45 হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।

OASIS স্কলারশিপ হলো এমন একটি স্কলারশিপ যেটি কেন্দ্রীয় সরকার ও সামাজিক ন্যায় ও অধিকারের মন্ত্রকের একটি বিশেষ উদ্যোগ। এর মূল উদ্দেশ্য হল তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC)-এর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি করা। এর জন্য বিভিন্ন ক্লাস অনুযায়ী ছাত্রছাত্রীদের বছরে মোটা অংকের স্কলারশিপ দেওয়া হয়। অর্থনৈতিক সমস্যার কারণে কোন মেধাবী ছাত্র-ছাত্রী যাতে পড়াশোনাও বন্ধ না হয় এবং মাঝপথে যাতে শিক্ষা থেমে না যায় তার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ সেই স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করে, যাতে যোগ্য ছাত্রছাত্রীরা নির্ভয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন।
কারা আবেদন করতে পারবেন?
OASIS স্কলারশিপের জন্য কিছু শর্ত মানতে হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করছেন এবং এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে চান তাদের নিচের দেওয়া শর্তগুলো পালন করতে হবে-
প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, কেবলমাত্র SC, ST ও OBC সম্প্রদায়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এই স্কলারশিপে আবেদন জানাতে হলে আবেদনকারীর অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে একটি স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেগুলার বা নিয়মিত ছাত্র বা ছাত্রী হতে হবে, কেউ যদি ডিসটেন্স এডুকেশন অর্থাৎ দূরশিক্ষা বা করেসপন্ডেন্স কোর্স করলে আবেদন করা যাবে না। এছাড়াও এখানে আবেদন করতে হলে আবেদনকারীর বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার কম এবং ৬০% নাম্বার পেতে হবে।
কত টাকা মিলবে এই স্কলারশিপে?
OASIS স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের আলাদা আলাদা টাকা দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষাস্তর অনুযায়ী এর পরিমাণ আলাদা। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেন তারা বছরে পেয়ে যাবেন ₹১২,০০০ টাকা। উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করলে তাকে দেওয়া হবে বছরে ₹১৮,০০০ টাকা। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন তাদের বছরে ₹৪৫,০০০ থেকে ₹৪৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। অর্থাৎ, এই স্কলারশিপ দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হলো যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক কোন সমস্যা না থাকে।
আবেদন প্রক্রিয়া কীভাবে করবেন?
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। যারা যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন জানাতে হলে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে https://oasis.gov.in/। এরপর প্রথমে মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অফিসিয়াল পোর্টালে গিয়ে গিয়ে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে এই স্কলারশিপের জন্য মূল ফর্মটা ফিলাপ করতে হবে। অনলাইনে আবেদন করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোন ভুল ত্রুটি না হয়, আবেদনের সময় কোন ভুল হলে পরবর্তীকালে টাকা ঢুকতে প্রবলেম হবে। আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করার পরে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস ও নথি আপলোড করতে হবে যেমন – কাস্ট সার্টিফিকেট, পারিবারিক আয়ের সার্টিফিকেট, সর্বশেষ পরীক্ষার মার্কশিট, ভর্তি রশিদ, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা এবং আধার কার্ড। সবকিছু অনলাইনে জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
কেন এই স্কলারশিপ এত গুরুত্বপূর্ণ?
OASIS স্কলারশিপ কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করে না এটি ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় ফলে তারা উচ্চশিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ প্রকাশ করে। এছাড়াও যত উঁচু ক্লাসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবেন তত স্কলার্শিপে আর্থিক সহায়তার পরিমাণ বেশি তাই পড়াশোনার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কোন সমস্যা হয় না। এটি শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করে এবং তাদের ভবিষ্যতের ক্যারিয়ার গড়তে সহায়তা করে। এছাড়াও জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষা সকলের জন্য, তাই সকল জাতি এবং সকল শ্রেণীর মানুষ যাতে উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সুন্দর একটি ক্যারিয়ার গড়তে পারে সেদিকে নজর দেয়।
সবশেষে বলা যায়, OASIS Scholarship 2025 হল SC, ST এবং OBC শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ। তবে ছাত্রছাত্রীদের বিশেষভাবে নজর দিতে হবে যাতে আবেদন করার সময় কোন ভুল ত্রুটি না করে এবং আবেদন করার আগে সমস্ত নথি প্রস্তুত রাখে। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের আর্থিক সমস্যা রয়েছে এবং যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন তারা সকলেই এই স্কলারশিপে আবেদন জানিয়ে এই স্কলারশিপের সুবিধা উপভোগ করতে পারবেন।
এই স্কলারশিপের মাধ্যমে হাজারো শিক্ষার্থী শুধু উচ্চশিক্ষা অর্জন করছে না, বরং নিজেদের স্বপ্ন পূরণের এক নতুন দ্বার উন্মোচন করছে।

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.