ভারত সরকার ভারতের মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ স্কলারশিপ যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য বাৎসরিক মোটা অংকের টাকা পেয়ে যাবেন। ভারতবর্ষে অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন পড়াশোনা চালিয়ে যেতে পারেন না এবং বিভিন্ন কাজকর্মে যুক্ত হয়ে যাওয়ার ফলে পড়াশোনার বাধাপ্রাপ্ত হয়। এবার সেই সমস্ত ছাত্র-ছত্রীদের জন্য বিশেষ করে  যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করেছেন এবং যারা pre matric রয়েছেন এমনকি উচ্চশিক্ষার জন্যও যাদের আর্থিক সহায়তা প্রয়োজন তারা সকলেই এই স্কলারশিপে আবেদন জানিয়ে টাকা পেয়ে যেতে পারেন। দরিদ্র এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকার এনেছে National Scholarship Portal (NSP)–এর মাধ্যমে NSP Scholarship 2025। সারা ভারতবর্ষের যে কোন জায়গার ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন এবং উপযুক্ত হলে টাকা পেয়ে যেতে পারবেন। এছাড়াও ছাত্রছাত্রীরা এই পোর্টাল থেকে এই স্কলারশিপ স্কিমে সহজে আবেদন, স্ট্যাটাস ট্র্যাক এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রাপ্তির সুবিধা পেয়ে যাবেন।

NSP Scholarship 2025
NSP Scholarship 2025

NSP Scholarship 2025 কী?

NSP Scholarship 2025 হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, UGC এবং AICTE–এর অধীনে পরিচালিত বিভিন্ন স্কলারশিপ স্কিমের সমন্বিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে সমস্ত ধরনের ক্লাসের ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের সুবিধা রয়েছে। এখানে ক্লাস ১ থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারেন। তবে নিচু ক্লাসে ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপে অর্থের পরিমাণ কম এবং উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেশি পরিমাণ টাকা পাওয়া যায়। শিক্ষার্থীদের আলাদা আলাদা ফর্ম পূরণের ঝামেলা না করে একবার রেজিস্ট্রেশন করেই বিভিন্ন স্কিমে আবেদন করা যায়।

NSP Scholarship 2025-এর মূল তথ্য

বিষয়বিস্তারিত
পোর্টালের নামন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)
যোগ্য প্রার্থীক্লাস ১ থেকে পিএইচডি পর্যন্ত, SC, ST, OBC, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও EWS শিক্ষার্থী
বার্ষিক আয়ের সীমাস্কিম অনুযায়ী, সাধারণত ₹2.5 লক্ষ পর্যন্ত
আবেদনের শেষ তারিখবেশিরভাগ স্কিমের জন্য ৩১ অক্টোবর ২০২৫
আবেদনের পদ্ধতিএককালীন রেজিস্ট্রেশন, লগইন, ফর্ম পূরণ, ডকুমেন্ট আপলোড, সাবমিট
টাকার পরিমাণ ১০,০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত
অফিশিয়াল ওয়েবসাইটscholarships.gov.in

কারা কারা NSP স্কলারশিপে আবেদনযোগ্য?

NSP Scholarship 2025-এর জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আপনি যেই করছেন জন্যই পড়াশোনা করুন না কেন এই স্কলারশিপের মাধ্যমে টাকা পেয়ে যেতে পারেন। এখানে আবেদন জানাতে হলে যে সমস্ত শর্ত পালন করতে হবে সেগুলি হল-

  • এখানে আবেদন করার প্রধান শর্ত হলো আপনাকে ভারতের কোনো স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে। এবং রেগুলার করছে পড়াশুনা করতে হবে দূর শিক্ষা বা ডিসটেন্স এডুকেশনে পড়াশোনা করলে আপনারা এই স্কলারশিপের আবেদন জানাতে পারবেন না।
  • সমস্ত ধরনের ছাত্র-ছাত্রীরা এমনকি SC, ST, OBC, সংখ্যালঘু, প্রতিবন্ধী, EWS এবং সাধারণ শ্রেণির শিক্ষার্থীরাও এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারবেন।
  • এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারী পারিবারিক আয় হতে হবে বাৎসরিক আড়াই লক্ষ টাকার কম।

টাকার পরিমাণ: 

এখানে যোগ্যতা অনুযায়ী এবং আলাদা আলাদা ক্লাসের জন্য ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা প্রযন্ত অনুদান দেওয়া হয়ে থাকে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

এখানে আবেদন জানাতে হলে আবেদনকারী অবশ্যই বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে, সেগুলি হল—

  1. ভারতীয় পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা অন্য বৈধ যেকোনো পরিচয় পত্র
  2. ইনকাম সার্টিফিকেট 
  3. জাতিগত শংসাপত্র (যদি থাকে তাহলে)
  4. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট 
  5. আপনি যে ক্লাসে ভর্তি হয়েছেন সেই ভর্তির রশি
  6. ব্যাংক একাউন্টের পাসওয়ার্ড বই জেরক্স
  7. স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র

 আবেদন প্রক্রিয়া

এই স্কলারশিপের আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই অনলাইন এর মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারী কে প্রথমেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট টি হল scholarships.gov.in

এরপর আবেদনকারীকে মোবাইল নাম্বারে মনে ইমেইল আইডি দিয়ে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে রেজিস্টেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে।আপনার রেজিস্ট্রেশন পকেটে সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে আবেদনকারীকে Application ID ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদনকারীর ব্যক্তিগত সমস্ত তথ্য এবং শিক্ষাগত ও ব্যাংকের তথ্য দিয়ে আবেদন পত্রটি নির্ভুল ভাবে পূরণ করতে হবে। এরপর আপনি যে স্কলারশিপের জন্য আবেদন করতে আগ্রহী সেটি সিলেক্ট করতে হবে। এরপর আবেদনকারীর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এবং সমস্ত কিছু সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে অবশেষে ফাইনাল সাবমিট করতে হবে। এরপর আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়মিত স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের পোর্টাল খোলা আছে। এখানে আবেদনের শেষ তারিখ হলো ৩১ অক্টোবর ২০২৫। এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

কেন্দ্র সরকারের এই স্কলারশিপ ভারতের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্র ছাত্রীদের জন্য একটি দারুন সুবিধা। NSP Scholarship  শিক্ষার্থীদের জন্য এমন একটি সুযোগ যা পড়াশোনার আর্থিক চাপ অনেকটা কমিয়ে দিতে পারে। একবার রেজিস্ট্রেশন করলেই পরের বছর থেকে শুধু রেনুয়াল করলেই হয়ে যাবে আর টাকা সরাসরি ব্যাংকে জমা হয়, যা পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ করে। তাই যারা যোগ্য, তারা যেন সময় নষ্ট না করে এখনই আবেদন করেন।