কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের রান্নার গ্যাসের উপর আবারো বিরাট বড় একটি সুখবর নিয়ে আসা হল। বিশেষ করে ভারতের রান্নার গ্যাস তথা এলপিজি গ্যাসের উপর এবার ভর্তুকির পরিমাণ আরো বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। ভারতের কোটি কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার আবারও বড় সুখবর নিয়ে এসেছে। কেন্দ্র সরকারের তরফে এবার জানানো হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় থাকা গ্রাহকরা আগামী ২০২৫–২৬ অর্থবর্ষ পর্যন্ত রান্নার গ্যাসের (LPG) সিলিন্ডারে প্রতি ইউনিটে ৩০০ টাকা ভর্তুকি পেতে থাকবেন। অর্থাৎ এই ঘোষণার পরে গ্যাসের দাম আরো অনেকটা কমে যাবে। এর ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবার অনেকটা উপকৃত হবে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত সকলকেই আর্থিক স্বস্তি দেবে। কারা কারা এবং কিভাবে এই সুবিধা পাবেন চলুন জেনে নেওয়া যাক।

LPG Gas Cylinder Subsidy
LPG Gas Cylinder Subsidy

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রথম শুরু হয়েছিল ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এর মূল উদ্দেশ্য ছিল—

পরিবেশ দূষণ হ্রদ করা যার ফলে দরিদ্র পরিবারের মহিলাদের কাঠ, কয়লা, গোবরের কেক ইত্যাদির ধোঁয়া থেকে মুক্তি দেওয়া যাবে এর পাশাপাশি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব পরিষ্কার জ্বালানি (LPG) ব্যবহার নিশ্চিত করা। প্রথমে এই প্রকল্পের মাধ্যমে সকলকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছিল মহিলাদের নামে। পরবর্তীকালে এটি সমগ্র ভারতবর্ষের কোটি কোটি মহিলারা এই সুবিধা পাচ্ছেন।

 LPG ভর্তুকি নতুন সিদ্ধান্ত

বিষয়বিস্তারিত
ভর্তুকির পরিমাণপ্রতি ১৪.২ কেজি LPG সিলিন্ডারে ₹৩০০
লাভগ্রাহী সংখ্যাপ্রায় ১০.৩৩ কোটি উজ্জ্বলা গ্রাহক
সময়কাল২০২৫–২৬ অর্থবর্ষ পর্যন্ত
বার্ষিক সিলিন্ডার সীমা৯টি রিফিল পর্যন্ত ভর্তুকি (আগে ছিল ১২টি)
মোট সরকারি ব্যয়প্রায় ₹১২,০০০ কোটি
ভর্তুকি প্রদানের পদ্ধতিসরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (DBT) জমা

 কারা এই সুবিধা পাবেন?

  1. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় থাকা গ্রাহকরা

    যে সমস্ত মহিলাদের নামে LPG সংযোগ রয়েছে এবং যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছেন তারা সকলেই এই সুবিধা পেয়ে যাবেন।

  2. KYC সম্পূর্ণ থাকা আবশ্যক

    এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকতে হবে এছাড়াও মোবাইল নাম্বার ও ব্যাংক একাউন্টের লিংক থাকতে হবে।

  3. সক্রিয় LPG সংযোগ

    সক্রিয় এলপিজি সংযোগ থাকতে হবে যদি কারো এলপিজির সংযোগ বা বই বন্ধ হয়ে যায় তাহলে সে এই প্রকল্পের টাকা পাবেন না এবং এক্ষেত্রে তাকে আগে সবকিছু ঠিকঠাক করে নিতে হবে এবং পরবর্তীকালে ভর্তুকির টাকা পাবেন।

 আবেদন প্রক্রিয়া ও ভর্তুকি পাওয়ার ধাপ

এলপিজি ভর্তুকি পাওয়ার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যদি কারো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন থেকে থাকে তাহলে তার কিছু করতে হবে না যদি কারো না থাকে এবং নতুন করে করতে চাই তাহলে তাকে প্রথমে নিকটস্থ এলপিজি ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ব্যাংক পাসবই, রেশন কার্ড ইত্যাদি জমা দিতে হবে। সবকিছু ঠিকঠাক হওয়ার পরে কেওয়াইসি (KYC) আপডেট করতে হবে এবং আধার ও ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক স্থাপন বাধ্যতামূলক। আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের নামের মিল থাকতে হবে এবং যদি কোন ভুল থাকে তাহলে হবে না এছাড়াও ব্যাংক একাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তাই এই লিঙ্ক সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) সক্রিয় করতে হবে যাতে ভর্তুকির অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এই সমস্ত ধাপ সঠিকভাবে সম্পন্ন করলে সহজেই এলপিজি ভর্তুকি গ্রহণ করা সম্ভব হবে। প্রতিবছরের তুলনায় এবার আরো বেশি টাকা ভর্তুকি দেবে তাই তুলনামূলকভাবে দেখলে গ্যাসের দাম অনেকটাই কমে পাওয়া যাবে।

 LPG ভর্তুকির প্রভাব

বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য এলপিজি ভর্তুকি অনেকাংশে প্রভাব বিস্তার করে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অর্থনৈতিক দিক থেকে, যে সমস্ত পরিবারগুলো নিম্ন আয়ের তাদের খরচটা অনেকাংশে কমিয়ে দেয় ফলে তারা সঞ্চিত অর্থ অন্য কাজে ব্যবহার করতে পারে। এছাড়াও এই ভর্তুকি দেওয়ার ফলে সকলেই গ্যাস ব্যবহার করতে আগ্রহী হয় ফলে এটি পরিবেশ দূষণকে অনেকাংশের রক্ষা করে এবং যার প্রভাব সাধারণ মানুষের স্বাস্থ্যের উপরে পরিলক্ষিত হয়। পরিবেশগতভাবে, এলপিজি ব্যবহারের ফলে জ্বালানি কাঠ ও কয়লার ব্যবহার কমে যায়, যার ফলে বনভূমি রক্ষা পায় এবং বায়ু দূষণ হ্রাস পায়। ফলে, এলপিজি ভর্তুকি অর্থনীতি, সমাজ ও পরিবেশ—তিন ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনে। তাই সরকার সমস্ত দিক বিচার বিবেচনা করে সাধারণ মানুষের কথা ভেবে এই পরিকল্পনা গ্রহণ করেছেন।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দেশের কোটি কোটি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার মানুষদের জন্য একটি বিরাট বড় স্বস্তির খবর। LPG ভর্তুকি শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, বরং স্বাস্থ্য, পরিবেশ এবং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই আপনি যদি উজ্জ্বলা যোজনার সুবিধাবোগী হন তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করে নিন এবং আপনার যদি কোন সমস্যা থাকে তাহলে উপযুক্ত ও প্রয়োজনীয় নথি দিয়ে এখনই সমাধান করে নিন যাতে ভর্তুকি আটকে না যায়।