শিক্ষা আজকের যুগে শুধু স্বপ্ন নয়, বরং একটি মৌলিক অধিকার। তাই সকলের জন্যই বাধ্যতামূলকভাবে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে আর্থিক কারণে বহু মেধাবী ছাত্রছাত্রী মাঝপথে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়। তাই আর্থিক সমস্যার কারণে যাতে পড়াশোনা বন্ধ না হয় সেজন্য বিভিন্ন সংস্থা এবং কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে এসেছেন যার মাধ্যমে উপকৃত হচ্ছেন বহু ছাত্র-ছাত্রীরা। ঠিক এই জায়গাতেই এগিয়ে এসেছে LIC Housing Finance Limited (LIC HFL)। দেশের আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে যারা ৬০% নাম্বার পেয়েছে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে তারা এই স্কলারশিপ এ আবেদন করে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। দেশের বিভিন্ন প্রান্তের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য চালু করেছে LIC HFL Vidyadhan Scholarship 2025

LIC HFL Vidyadhan Scholarship 2025
LIC HFL Vidyadhan Scholarship 2025

এই স্কলারশিপের মাধ্যমে ক্লাস ১১ থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর এবং পেশাদার কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা বছরে নির্দিষ্ট অঙ্কের অর্থ সহায়তা পাবেন। তাই যারা আর্থিকভাবে দুর্বল বিশেষ করে যাদের বার্ষিক আর্থিক ইনকাম বছরে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার কম এবং পড়াশোনা চালিয়ে যেতে চান তাদের জন্য এই স্কলারশিপ। এর ফলে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন, অর্থনৈতিক চাপও কমবে।

 বৃত্তির উদ্দেশ্য

এই স্কলারশিপ দেওয়ার প্রধান উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনার থেকে না যায় এবং তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এই ক্লাসের দেওয়া আর পিছনে মূল উদ্দেশ্য হলো-

  • আর্থিকভাবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা দুর্বল অথচ মেধাবী সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্য করা।
  • পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করা। কেউ যাতে মাঝপথে পড়াশুনা ছেড়ে না যায় সেই উদ্দেশ্যে এই স্কলারশিপ।
  • শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করা।
  • উচ্চশিক্ষা ও পেশাদার কোর্সে ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া।

 যোগ্যতা (Eligibility Criteria)

 ক্লাস ১১–১২ শিক্ষার্থীরা

  • শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। ভারতীয় যেকোনো জেলার এমনকি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও আবেদন জানাতে পারবেন।
  • আগের পরীক্ষায় বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ₹৩,৬০০০০-এর মধ্যে হতে হবে।

 স্নাতক (Graduation) শিক্ষার্থীরা

  • স্বীকৃত কলেজ/ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। এবং রেগুলার পড়াশোনা করতে হবে বা রেগুলার কোর্সে ভর্তি হতে হবে দূরশিক্ষায় ভর্তি হলে এক্ষেত্রে টাকা দেওয়া হবে না।
  • পূর্ববর্তী পরীক্ষায় অর্থাৎ উচ্চমধ্যমিক বা ১০+২ পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
  • পরিবারের আয় বছরে ₹৩,৬০০০০-এর বেশি হলে আবেদন করা যাবে না।

🔹 স্নাতকোত্তর (Post-Graduation) শিক্ষার্থীরা

  • স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে। এক্ষেত্রেও রেগুলার কোর্সে ভর্তি হতে হবে।
  • গ্রাজুয়েশনে অন্তত ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক।
  • পরিবারের বার্ষিক আয় সর্বাধিক ₹৩,৬০০০০ হতে পারবে।

আর্থিক সহায়তা (Scholarship Amount)

এখানে বিভিন্ন ক্লাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদের আলাদা আলাদা আর্থিক সহায়তা দেওয়া হবে। যারা উচ্চমাধ্যমিক স্তরে পড়াশুনা করবেন তাদের আলাদা বৃত্তি এবং যারা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশুনা করবেন তাদের জন্য আলাদা বৃত্তি প্রদান করা হবে।

স্তরসহায়তার পরিমাণসময়কাল
ক্লাস ১১–১২প্রতি বছর ₹১৫,০০০২ বছর
স্নাতকপ্রতি বছর ₹২৫,০০০কোর্সের মেয়াদ পর্যন্ত
স্নাতকোত্তরপ্রতি বছর ₹৩০,০০০কোর্সের মেয়াদ পর্যন্ত

অর্থাৎ এই স্কলারশিপ এ একবার আবেদন করলে আপনি যতদিন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবেন এবং আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত এই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন।

 প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)

এখানে আবেদন জানানোর জন্য আবেদনকারীর অবশ্যই বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে। আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্ট আপলোড করতে হবে—

  • আবেদনকারী ছাত্র-ছাত্রীর আধার কার্ড/ভোটার আইডি/পাসপোর্ট (পরিচয়পত্র) অথবা যে কোন পরিচয় পত্র
  • আবেদনকারীর নিজস্ব ঠিকানার প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা রেশন কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
  • বর্তমান কলেজ/স্কুলে ভর্তি প্রমাণপত্র অর্থাৎ ভর্তির রশিদ
  •  ইনকাম সার্টিফিকেট
  • ব্যাংক একাউন্টের পাসবুক এর কপি
  • আবেদনকারী নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো

আবেদন প্রক্রিয়া (How to Apply)

যারা যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা নিজেরাই অনলাইনে আবেদন জানাতে পারবেন।

  1. এখানে অনলাইনে আবেদন জানানোর জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান – LIC HFL Scholarship Portal।
  2. অফিসিয়াল ওয়েবসাইটের সেট করার পরে ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
  3. নিজের মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন। অবশ্যই বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিতে হবে।
  4. রেজিস্ট্রেশন করার সময় আপনার মোবাইলে OTP দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন।
  5. সঠিকভাবে আবেদন করার পরে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
  6. সমস্ত কিছু সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
  7. আবেদন জমা দেওয়ার পরে একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এটি পরবর্তী প্রসেসের জন্য নিজের কাছে রেখে দেবেন।

 নির্বাচনী প্রক্রিয়া (Selection Process)

যারা যারা এখানে আবেদন জানাবেন তাদের প্রাথমিকভাবে যাচাই করা হবে মেধার ভিত্তিতে এবং শর্টলিস্ট করা হবে তাই যারা যারা এখানে আবেদন জানাবেন তারা পরবর্তীকালে আপনাদের নাম চেক করে দেখে নিতে পারেন। যারা যারা এখানে শর্ট লিস্টেড হবে তাদের পরবর্তীকালে কল করে ভেরিফাই করা হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বেশ কিছু তথ্য যাচাই করা হবে।

এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখবেন কোন ভুল তথ্য প্রদান করবেন না। কারণ যদি কোন ভুল তথ্য প্রদান করে থাকেন তাহলে টাকা পাবেন না এবং আবেদন করার সময় অবশ্যই সমস্ত তথ্য নাম-ঠিকানা সঠিকভাবে ফিলাপ করবেন।

 গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

  • আবেদন শুরু: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: অক্টোবর ২০২৫ (প্রত্যাশিত) তবে পরবর্তীকালে আবেদনের ডেট বাড়ানো হতে পারে।
  • ফলাফল ঘোষণা: নভেম্বর–ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
  • অর্থ বিতরণ শুরু: জানুয়ারি ২০২৬ থেকে সকলেই ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন।

LIC HFL Vidyadhan Scholarship 2025 শুধু একটি অর্থ সহায়তা নয়, বরং হাজারো স্বপ্নপূরণের হাতিয়ার। যারা যারা পড়াশোনা চালিয়ে যেতে চান এবং উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন তাদের জন্য এটি অবশ্যই স্বপ্ন পূরণের একটি পথ। অর্থের অভাবে যাতে কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়, সেটাই এই প্রকল্পের আসল লক্ষ্য। তাই আপনি বা আপনার পরিচিত কেউ যোগ্য হলে, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন।

শিক্ষা মানুষের জীবনে আলোর পথ খুলে দেয়, আর LIC HFL-এর এই উদ্যোগ সেই আলোর প্রদীপকে আরও উজ্জ্বল করে তুলবে।