ভারতের টেলিকম দুনিয়ায় রিলায়েন্স জিয়ো সবসময়ই গ্রাহকদের জন্য সেরা সাশ্রয়ী প্ল্যান নিয়ে হাজির হয়। Jio একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে যার মাধ্যমে উপকৃত হয় জিওগ্রাহকেরা। যারা কম খরচে বেশি সুবিধা চান, তাদের জন্য jio এনেছে একাধিক বাজেট রিচার্জ প্যাক। এই সমস্ত প্ল্যানে পাওয়া যায় প্রতিদিনের ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি SMS এবং JioTV-এর মতো জনপ্রিয় পরিষেবার অ্যাক্সেস। সবচেয়ে বড় বিষয় হলো—এই রিচার্জগুলির দাম ২০০ টাকার কম, ফলে সাধারণ গ্রাহকরাও সহজেই এগুলি ব্যবহার করতে পারবেন। এবার সব থেকে কম টাকায় জিওর রিচার্জ প্ল্যান এলো যেটি জিওগ্রাহকদের জন্য বিশাল বড় সুখবর।
JIO ১৯৮ টাকার True 5G Unlimited প্ল্যান
এই প্ল্যানটি মূলত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। ১৪ দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন ২GB ডেটা ব্যবহার করা যাবে। যোগ্য গ্রাহকরা এর সঙ্গে পাচ্ছেন আনলিমিটেড 5G ডেটার সুবিধা। শুধু তাই নয়, অনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি SMS করার সুযোগও রয়েছে। বিনামূল্যে JioTV এবং Jio AI Cloud অ্যাক্সেসও এই প্ল্যানের অন্তর্ভুক্ত। স্বল্প সময়ের জন্য বেশি ডেটা এবং ফ্রি এন্টারটেইনমেন্ট খুঁজছেন, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প।
Jio ফোন গ্রাহকদের জন্য ১৮৬ টাকার প্ল্যান
জিওফোন ব্যবহারকারীদের জন্যও রয়েছে সাশ্রয়ী অফার। ১৮৬ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। প্রতিদিন ১GB ডেটা ব্যবহার করা যাবে, সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS। এই প্ল্যানে JioTV ও Jio AI Cloud অ্যাক্সেসও অন্তর্ভুক্ত। যারা ফিচার ফোন ব্যবহার করেন এবং মাসিক খরচ বাঁচাতে চান, তাদের জন্য এটি একটি বেস্ট প্যাক।
১৫২ টাকার JioPhone রিচার্জ প্ল্যান
ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আরও একটি সাশ্রয়ী অপশন হল ১৫২ টাকার প্ল্যান। এই রিচার্জের ভ্যালিডিটি ২৮ দিন। প্রতিদিন ০.৫GB ডেটা পাওয়া যায়, সঙ্গে আনলিমিটেড কলিং সুবিধা। মোট ৩০০টি ফ্রি SMS-র সুযোগও রয়েছে। এর পাশাপাশি JioTV সাবস্ক্রিপশন এবং Jio AI Cloud-এর অ্যাক্সেস পাওয়া যাবে। হালকা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান যথেষ্ট উপকারী।
১২৫ টাকার JioPhone প্ল্যান
সবচেয়ে কম দামের মধ্যে একটি জনপ্রিয় প্ল্যান হল ১২৫ টাকার রিচার্জ। ভ্যালিডিটি ২৩ দিন। প্রতিদিন ০.৫GB ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। মোট ৩০০টি ফ্রি SMS করার সুযোগ রয়েছে। বিনামূল্যে JioTV এবং Jio AI Cloud ব্যবহার করার সুবিধাও মিলবে। স্বল্প খরচে নিয়মিত কলিং ও ন্যূনতম ডেটা ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান আদর্শ।
রিলায়েন্স জিও সব ধরনের গ্রাহকের প্রয়োজন মাথায় রেখে আলাদা আলাদা প্ল্যান এনেছে। সব ধরনের জিও রিচার্জ প্ল্যান রয়েছে। যারা প্রতিদিন বেশি ডেটা চান, তাদের জন্য রয়েছে ১৯৮ টাকার True 5G Unlimited প্ল্যান। আবার যারা ফিচার ফোন ব্যবহার করেন, তাদের জন্য রয়েছে ১২৫, ১৫২ ও ১৮৬ টাকার প্ল্যান। প্রতিটি রিচার্জেই পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিং, ফ্রি SMS এবং JioTV-এর অ্যাক্সেস। এতদিন পর্যন্ত এই সমস্ত সুবিধা পাওয়া যেত না তবে এবার ২০০ টাকার মধ্যে এত সুবিধা একসঙ্গে পাওয়া, নিঃসন্দেহে জিয়োকেই আলাদা করে তুলছে।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.