ভারতে লক্ষ লক্ষ মেধাবী ছাত্র-ছাত্রী আছে, যাঁদের স্বপ্ন উচ্চশিক্ষা গ্রহণ করা কিন্তু অনেকেই আছে যারা শুধু স্বপ্নই দেখে কিন্তু বাস্তবে তা রূপান্তরিত করতে পারে না কারণ অর্থের অভাবে অনেক সময়েই সেই স্বপ্ন মাঝপথেই থেমে যায়। বিশেষ করে গ্রামীণ বা আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির সন্তানরা প্রায়ই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। এবং পড়াশোনা ছেড়ে দিয়ে খুব অল্প বয়সেই কোন কাজে যুক্ত হয়ে যায়। তাই এমন সব স্কলারশিপ বা বৃত্তি তাঁদের জন্য আশীর্বাদের মতো কাজ করে। এবার আর কেউ পড়াশোনা মাঝপথে ছেড়ে দেবে না। যতদিন পর্যন্ত পড়াশোনা করবে ততদিন পর্যন্ত মোটা অংকের স্কলারশিপ পেয়ে যাবে। ক্লাস ওয়ান থেকে শুরু করে স্নাতক পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হবে এবং এখানে প্রায় ৭৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে।

২০২৫ সালে HDFC Bank নিয়ে এসেছে “পরিবর্তন স্কলারশিপ” (Parivartan Scholarship 2025), যা ক্লাস ওয়ান থেকে শুরু করে স্নাতকোত্তর ও পেশাগত কোর্স পর্যন্ত পড়ুয়াদের জন্য প্রযোজ্য। এই স্কলারশিপের সকল পড়ুয়া রায় আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে একজন শিক্ষার্থী বছরে সর্বোচ্চ ₹৭৫,০০০ টাকার আর্থিক সহায়তা পেতে পারেন। এর ফলে মাঝপথে আর কেউ পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবে না, অর্থ আর পড়াশোনার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।
HDFC পরিবর্তন স্কলারশিপ ২০২৫ কী?
HDFC Bank দীর্ঘদিন ধরে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) প্রোগ্রামের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করে আসছে। সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের ভীষণভাবে সাহায্য করা হচ্ছে এই স্কলারশিপ এর মাধ্যমে। তারই অংশ হিসেবে শুরু হয়েছে HDFC Parivartan Scholarship 2025।
এর মূল লক্ষ্য হলো – মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করা। বর্তমানের ছাত্র-ছাত্রীরা হলো আগামী দিনের ভবিষ্যৎ তাই তারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার জন্য এই স্কলারশিপ।
এই স্কলারশিপটি প্রযোজ্য হবে – প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর ও পেশাদারী (Professional) কোর্স পর্যন্ত পড়ুয়া সকল শিক্ষার্থীর জন্য।
কে কে আবেদন করতে পারবেন (Eligibility)
HDFC পরিবর্তন স্কলারশিপ ২০২৫-এ আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে—
- আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে ক্লাস ১ থেকে ১২, অথবা UG (স্নাতক), PG (স্নাতকোত্তর), Professional Courses-এ পড়াশোনা করতে হবে। এক্ষেত্রে রেগুলার পড়াশোনা চালিয়ে যেতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৫৫% নম্বর পেতে হবে। অর্থাৎ অন্যান্য স্কলারশিপের তুলনায় এই স্কলারশিপ পাওয়া অনেক সহজ।
- পরিবারের বার্ষিক আয় ₹২.৫ লক্ষ টাকার কম হতে হবে। যে সমস্ত পরিবারের আর্থিক ইনকাম বার্ষিক ২.৫ লক্ষ টাকার সেই সমস্ত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এই স্কলারশিপ দেওয়া হচ্ছে।
- সরকারি, বেসরকারি কিংবা যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
কত টাকা সহায়তা পাওয়া যাবে (Class-wise Scholarship Amount)
HDFC Bank শিক্ষার্থীদের শিক্ষার স্তর অনুযায়ী আলাদা আলাদা পরিমাণ অর্থ সহায়তা দেবে। প্রত্যেকটি ক্লাসের জন্য এখানে আলাদা আলাদা বৃত্তি প্রদান করা হয়। চলুন দেখে নেওয়া যাক –
শিক্ষার স্তর | বার্ষিক স্কলারশিপের অঙ্ক |
---|---|
ক্লাস ১ – ৬ | ₹১৫,০০০ |
ক্লাস ৭ – ১২ | ₹১৮,০০০ |
ITI, Diploma, Polytechnic | ₹১৮,০০০ |
সাধারণ স্নাতক (UG) | ₹৩০,০০০ |
স্নাতকোত্তর (PG) | ₹৩৫,০০০ |
পেশাগত স্নাতক (Professional UG) | ₹৫০,০০০ |
পেশাগত স্নাতকোত্তর (Professional PG) | ₹৭৫,০০০ |
অর্থাৎ, সর্বোচ্চ সহায়তা ₹৭৫,০০০ টাকা প্রতি বছর। তবে সব থেকে বড় কথা হলো এখানে সমস্ত ক্লাসের ছাত্র-ছাত্রীদের জন্যই স্কলারশিপ দেওয়া হয় এটা ছাত্রছাত্রীদের জন্য একটি বড় পাওয়া।
আবেদনের শর্ত ও নিয়মাবলি
HDFC Scholarship 2025-এর জন্য আবেদন করতে গেলে কিছু শর্ত মানতে হবে—
- এক জন শিক্ষার্থী কেবলমাত্র একটি স্কলারশিপে আবেদন করতে পারবেন।
- সঠিক তথ্য না দিলে আবেদন বাতিল হয়ে যাবে।
- নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে হবে।
- ভুয়া নথি জমা করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
যারা যারা এই স্কলারশিপ এ আবেদন জানাতে ইচ্ছুক তাদের বেশকিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে।আবেদনের সময় নিম্নলিখিত নথি জমা দিতে হবে –
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Marksheet / Admit Card, Scorecard)
- আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র
- পরিবারের ইনকাম সার্টিফিকেট (Income Certificate)
- স্কুল/কলেজের আইডি কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো
- ব্যাংক পাসবুকের কপি
- নতুন ক্লাসে ভর্তির রশিদ
অনলাইনে আবেদন পদ্ধতি (Application Process)
এখানে যারা আবেদন করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করা যাবে Buddy4Study পোর্টাল-এর মাধ্যমে।
- অফিসিয়াল ওয়েবসাইটে যান – buddy4study.com
- এখানে বিভিন্ন ধরনের এককলারশিপ অপশন আসবে ওর মধ্যে HDFC Parivartan Scholarship 2025 সেকশন সিলেক্ট করুন।
- নিজের ইমেল/মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- লগইন করে Application Form পূরণ করুন। এখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
- সবশেষে Submit বাটনে ক্লিক করুন।
শেষ তারিখ ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরুর তারিখ: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
- শেষ তারিখ: ৯ই সেপ্টেম্বর, ২০২৫।
শিক্ষা জীবনের সবচেয়ে বড় বাধা হলো অর্থনৈতিক সমস্যা। তাই যারা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন এবং পড়াশোনা চালিয়ে যেতে চান তাদের জন্য অবশ্যই এই স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ স্কলার্শিপ। অনেক মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না। HDFC পরিবর্তন স্কলারশিপ ২০২৫ সেই সমস্যার বড় সমাধান।
মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই ছাত্রছাত্রীরা এই বৃত্তি পেতে পারেন। তাই আর দেরি না করে এখনই আবেদন করুন, এবং আপনার শিক্ষার স্বপ্নপূরণে এগিয়ে যান।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.