বর্তমান দিনে শিক্ষার ওপর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েই জোর দিয়েছে। তাই কেন্দ্র সরকার শিক্ষার্থীদের পড়াশোনার সময় যাতে অর্থনৈতিক দিক দিয়ে কোন সমস্যা না হয় তার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে এসেছেন। আজ আপনাদের জন্য যে স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হবে সেই স্কলারশিপে আপনি সর্বোচ্চ বাৎসরিক ৫০ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। এই টাকা দেওয়ার পিছনে সরকারের উদ্দেশ্য হল শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি, তাই এটি যাতে বাধা প্রাপ্ত না হয়। বর্তমানে দেখা যায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রী অর্থনৈতিক সমস্যার কারণে ভালো কলেজ থেকে উচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারেনা, বিশেষ করে এই সমস্যা বেশি করে দেখা যায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মধ্যে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্র সরকার বিভিন্ন স্কলারশিপ প্রকল্প চালু করেছে, যা শিক্ষার্থীদের টিউশন ফি, মেইনটেন্যান্স এবং অন্যান্য দৈনন্দিন খরচে সাহায্য করে। 2025 সালে এই স্কলারশিপগুলোতে বেশ কিছু নতুন আপডেট এসেছে, যা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় প্রবেশ সহজতর করবে। কিভাবে আপনারা এই স্কলারশিপে আবেদন করবেন এবং কত টাকা করে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে।

উদ্দেশ্য:
এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো যে সমস্ত দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা মেধাবী কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে পিছিয়ে রয়েছে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করাই সরকারের মূল উদ্দেশ্য। এই স্কলারশিপ দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো যাতে তারা পড়াশোনায় মনোযোগী হতে পারেন এবং পেশাগত যোগ্যতা অর্জন করতে পারেন।
স্কলারশিপের ধরন:
- প্রতি বছরে সর্বোচ্চ 82,000 নতুন ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয়।
- যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন, পোস্ট-গ্র্যাজুয়েশন এবং পেশাগত কোর্স (যেমন: Medical, Engineering) এর জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এই স্কলারশিপ।
- মেয়েদের জন্য ৫০% বরাদ্দ তাই মেয়েদেরও এখানে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার।
রাজ্যভিত্তিক বণ্টন নীতি:
রাজ্য ভিত্তিকেই স্কলারশিপ আলাদা আলাদা ভাবে বন্টন করা রয়েছে এবং এই স্কলারশিপের আবেদন জানানোর জন্য শিক্ষার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এখানে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ বরাদ্দ রয়েছে সেই অনুপাত হলো Humanities(arts): Science: Commerce = 3:3:1 । এছাড়াও এখানে আরও একটি সুবিধা হল SC/ST/OBC এবং ডিজেবল শিক্ষার্থীদের জন্য এখানে আসন সংখ্যা সংরক্ষণ করা রয়েছে। তাই বলা যায় সকল শ্রেণীর এবং সকল ধরনের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন জানিয়ে টাকা পেয়ে যেতে পারেন।
এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা
- এই স্কলারশিপে আবেদন জানাতে হলে শিক্ষার্থী 10+2 বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে পড়তে হবে (Distance/Correspondence শিক্ষার্থীদের জন্য নয়) অর্থাৎ আপনি যদি রেগুলার স্টুডেন্ট হন তাহলে এটি আপনার জন্য একটি ভালো স্কলারশিপ।
- এই স্কলারশিপের আবেদন জানাতে হলে আবেদনকারীর পরিবারিক বাৎসরিক আয় ৪.৫ লাখ টাকার কম হতে হবে।
- এইট ক্লাসে অনেক টাকা দেওয়া হয় তাই এই স্কলারশিপে যারা আবেদন করবেন তারা আরো অন্য স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না।
ক্যাটাগরি এবং কাস্ট অনুযায়ী এখানে আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে:
যারা SC ক্যাটাগরির ছাত্র তাদের জন্য এখানে 15% আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে। যারা ST তাদের জন্য এখানে 7.5% আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে এছাড়াও OBC: 27% ও 5% horizontal reservation – যারা Benchmark Disability (≥40%) আছে। অর্থাৎ এই স্কলারশিপের সকলেই আবেদন জানাতে পারবেন এবং জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে এসসিএসটি ওবিসি সকল ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে তাই এই স্কলারশীপে সকলেই টাকা পেয়ে যাবেন যোগ্যতা অনুযায়ী। স্কলারশিপ মূলত মেধার ভিত্তিতে প্রদান করা হয়, তাই শিক্ষার্থীদের ভালো ফলাফল আনতেই হবে।
এই স্কলারশিপ-এ টাকার পরিমাণ
Course Type | Scholarship Amount (₹/year) | Duration |
---|---|---|
Graduation | 12,000 | First 3 years |
Post-Graduation | 20,000 | Each year |
Professional Courses (5-year Integrated) | 20,000 | 4th & 5th year |
Technical (B.Tech/B.Engg) | 12,000 (1st-3rd year), 20,000 (4th year) | Up to graduation |
পেমেন্ট পদ্ধতি: যারা যারা এখানে আবেদন করবেন তাদের ব্যাংক একাউন্টে সরাসরি Direct Benefit Transfer (DBT) মাধ্যমে টাকা পাঠানো হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের Aadhaar-linked bank অ্যাকাউন্ট থাকতে হবে এবং সরাসরি account-এ জমা হবে।
National Scholarship Portal আবেদন পদ্ধতি
এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে
- শিক্ষার্থীকে National Scholarship Portal এ রেজিস্টার করতে হবে।
- এরপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের বার্ষিক আয় সমস্ত তথ্য যথাযথ স্থানে উল্লেখ করতে হবে।
- আবেদনপত্র Institute Level Verification করতে হবে এজন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় দ্বারা যাচাই করে আবেদন পত্র জমা করতে হবে।
- SNO Level Verification – রাজ্য বা কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত যাচাই হবে তবে এক্ষেত্রে কলেজে জমা দেওয়ার পরে এটি অটোমেটিক হয়ে যাবে।
- সমস্ত কিছু সঠিক থাকলে Scholarship amount DBT-এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে জমা।
গুরুত্বপূর্ণ তারিখ
- এই স্কলারশিপ এ আবেদন চলবে 31.10.2025 তারিখ পর্যন্ত
- যারা যারা আবেদন করবেন তাদের ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন করাতে হবে 15.11.2025 তারিখের মধ্যে
- SNO Level Verification: 30.11.2025 তারিখের মধ্যেও হয়ে যাবে
যারা যারা ইতিমধ্যে এই স্কলারশিপ এ আবেদন জানাতে চান তারা অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপ মূলত শিক্ষার্থীদের পড়াশোনা যাতে কোন বাধা প্রাপ্ত না হয় এবং তারা নির্দ্বিধায় এবং নিশ্চিন্তায় উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য কেন্দ্র সরকার চালু করেছেন। এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন এবং এখানে আরও একটি সুবিধা হল ক্যাটাগরি অনুযায়ী এখানে আসন সংখ্যা ভাগ করা রয়েছে তাই সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপের টাকা পাওয়া সহজ।

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.