পশ্চিমবঙ্গের জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিয়ে এসেছে ১০% সংরক্ষণ। স্কুল-কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে সরকারি চাকরির পরীক্ষা সহ সমস্ত ক্ষেত্রে এই ১০% সংরক্ষণ কার্যকর হবে। আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন ১০% সংরক্ষণ। এবার ঘরে বসেই আবেদন করে আপনি হাতে পেয়ে যাবেন EWS সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ১০% সংরক্ষণ পেয়ে যাবেন। ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের পর্যাপ্ত পরিমাণে EWS ক্যাটাগরির প্রার্থী কম। তাই দেখা যায় সমস্ত ক্ষেত্রেই পর্যাপ্ত পরিমাণে প্রার্থীর অভাবে ভেকেন্সি ফাঁকা থেকে যাচ্ছে। তাই এই সার্টিফিকেট বানালে আপনি প্রচুর সুযোগ সুবিধা পাবেন।

পশ্চিমবঙ্গের জেনারেল ক্যাটাগরির(General Category) অনেক মানুষ আছেন, যারা আর্থিকভাবে দুর্বল। আগে তাঁরা কোনও সংরক্ষণ সুবিধা পেতেন না। এর ফলে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে যেতেন যেখানে SC, ST, OBC ক্যাটাগরির প্রার্থীরা সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পেয়ে যেতেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন তাঁরা EWS (Economically Weaker Section) সার্টিফিকেট বানিয়ে পড়াশোনা, চাকরি এবং বিভিন্ন সরকারি সুবিধায় ১০% রিজার্ভেশন পাবেন। তাই এই ১০% সংরক্ষণে যদি আপনিও অংশগ্রহণ করতে চান তাহলে আজই আবেদন করুন। আর কোন ঝামেলা নেই এখন বাড়িতে বসেই আপনি আবেদন করে হাতে পেয়ে যাবেন এই সার্টিফিকেট।
বর্তমান ডিজিটাল যুগ আর এখন সমস্ত কিছুই বাড়িতে বসে খুব সহজেই বানানো যাচ্ছে। কেন্দ্র সরকারের সঙ্গে তাল মিলিয়ে এবার ২০২৫ সালে পশ্চিমবঙ্গ সরকারও এই প্রক্রিয়াকে আরও সহজ করেছে। এই প্রক্রিয়ার জন্য এখন আর সপ্তাহের পর সপ্তাহ দৌড়ঝাঁপ করতে হবে না। খুব সহজেই বাড়িতে বসে মাত্র কয়েকদিনেই অনলাইন আবেদন করেই হাতে পাওয়া যাবে EWS সার্টিফিকেট পাওয়া যাবে। তাহলে চলুন কিভাবে আপনারা এই সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং এখানে আবেদন করতে কোন কোন নথি প্রয়োজন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
EWS সার্টিফিকেট কী?
Economically Weaker Section Certificate (EWS Certificate) হলো এমন একটি সরকারি প্রমাণপত্র, যা সাধারণ শ্রেণির (General Category) আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে দেওয়া হয়। এই সার্টিফিকেট বানালেই পেয়ে যাবেন সমস্ত ক্ষেত্রে বিশেষ করে সরকারি চাকরি থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি ও অন্যান্য সমস্ত নিয়োগে এমনকি বিভিন্ন ধরনের স্কলারশিপে ১০% সংরক্ষণ। অর্থাৎ, এতদিন যাঁরা সংরক্ষণের বাইরে ছিলেন, যারা সমস্ত ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতেন তাঁরাও এখন সরকারের আর্থিক সহায়তা ও সুযোগ পাবেন।
যোগ্যতা (Eligibility Criteria)
EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে হলে কয়েকটি শর্ত মানতে হবে।
শর্ত | বিস্তারিত |
---|---|
জাতিগত শ্রেণি | আবেদনকারী অবশ্যই General Category-র হতে হবে (SC, ST, OBC নয়)। |
বার্ষিক আয় | পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে সকল পরিবারই এই সার্টিফিকেটের আবেদন জানাতে পারবেন। |
সম্পত্তি সীমা | শহরে ১০০০ স্কয়ার ফিটের কম ফ্ল্যাট, বা ৫ একরের কম কৃষিজমি থাকতে হবে। |
চাকরি | পরিবারের কেউ যদি উচ্চপদস্থ সরকারি চাকরিতে থাকেন, তাহলে সুবিধা মিলবে না। আচ্ছা যে পরিবারে এখনো কেউ চাকরি পায়নি তারা এটি বানাতে পারবেন এবং সহজেই চাকরি পাবেন। |
বয়সসীমা | আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। |
আবেদন প্রক্রিয়া
এখানে বাড়িতে বসে আবেদন জানানো যাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমেই। ডিজিটাল ইন্ডিয়ার সৌজন্যে এখন আর আপনাকে এখান থেকে ওখানে ছুটে বেড়াতে হবে না খুব সহজেই পশ্চিমবঙ্গের নাগরিকরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন।
- এখানে আবেদন জানাতে হলে সবার প্রথমে ভিজিট করুন https://castcertificatewb.gov.in/application_ews অথবা জেলার সরকারি ওয়েবসাইট।
- অফিসিয়াল ওয়েবসাইটের ভিজিট করার পরে একে একে পারসোনাল ডিটেলস যেখানে নাম বাবার নাম মায়ের নাম সহ অন্যান্য সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।
- ব্যক্তিগত তথ্য পূরণ করার পরে ঠিকানার সমস্ত তথ্য ভালো ভাবে দিতে হবে, এখানে গ্রামের নাম, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন কোড ইত্যাদি তথ্য দিতে হবে।
- এরপর আপনার রেফারেন্স ডিটেলস দিতে হবে, এক্ষেত্রে পঞ্চায়েতের সার্টিফিকেট বা ভিডিও সার্টিফিকেট আপলোড করতে হবে।
- এরপর আপনাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে
- তারপর যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার সেগুলো আপলোড দিতে হবে।
- সমস্ত কিছুর সঠিকভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে ফর্ম সাবমিট করে একটি Acknowledgement Slip ডাউনলোড করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদনের সময় নিচের কাগজপত্র দিতে হবে—
- আধার কার্ড বা ভোটার আইডি (পরিচয়পত্র)
- রেশন কার্ড / বিদ্যুৎ বিল / পানির বিল (ঠিকানা প্রমাণ)
- ইনকাম সার্টিফিকেট (ব্লক অফিস বা পঞ্চায়েত থেকে প্রাপ্ত)
- জমির দলিল / RoR (Record of Rights)
- পাসপোর্ট সাইজ ছবি
- অনলাইন আবেদন হলে স্বীকৃতি স্লিপ
তবে এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—
- যদি কেউ ভুয়া তথ্য বা জাল নথি দেয়, তাহলে তার বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই যে সমস্ত তথ্য দেবেন সমস্ত কিছু সঠিক এবং অরিজিনাল দেবেন।
- একবার জাল প্রমাণ ধরা পড়লে ভবিষ্যতে আর কখনও সার্টিফিকেট পাওয়া যাবে না। তাই কোনো ভুয়ো তথ্য বা ভুল তথ্য দিবেন না।
তাই সর্বদা সঠিক তথ্য দিয়ে আবেদন করুন।
কেন এটি গুরুত্বপূর্ণ?
- প্রথমবার সাধারণ শ্রেণির আর্থিকভাবে দুর্বল মানুষরা সংরক্ষণের সুবিধা পাচ্ছেন। তাই এটি সকল শ্রেণীর জেনারেল ক্যাটাগরির জন্য দারুণ একটি সুযোগ।
- হাজারো ছাত্রছাত্রী সরকারি কলেজে পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়াও প্রচুর বেকার যুবকরা চাকরির পরীক্ষায় বাড়তি সুবিধা পাবেন।
- সমাজে অর্থনৈতিক সাম্যতা ও ন্যায় প্রতিষ্ঠা পাবে।
EWS সার্টিফিকেট পশ্চিমবঙ্গের সাধারণ শ্রেণির মানুষের জন্য একটি আশার আলো। ইতিমধ্যেই এখনো পশ্চিমবঙ্গের এই EWS ক্যাটাগরির পার্থক সংখ্যা খুবই কম। এর ফলে শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সরকারি চাকরি ও নানা সুবিধায় নতুন দিগন্ত উন্মুক্ত হয়েছে।
তাই যদি আপনি General Category-র এবং আর্থিকভাবে দুর্বল হন, তবে আজই অনলাইন বা অফলাইনে আবেদন করে নিজের EWS সার্টিফিকেট সংগ্রহ করুন এবং সরকারি সুবিধার সুযোগ গ্রহণ করুন।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.