চলতি মাসের সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বিশাল বড় একটি সুখবর। চলতি আগস্ট মাসে সরকারি কর্মীদের একসঙ্গে একগুচ্ছ ছুটি রয়েছে। এর পাশাপাশি পরের মাসে রয়েছে আরো একাধিক ছুটি। নতুন একটি ছুটির তালিকা বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। আপনি যদি একজন সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে দেখে নিন চলতি মাসে কি কি ছুটি রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু সুযোগ সুবিধা। চলুন একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আগস্ট মাস মানেই বর্ষা, রাখি, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমীর মতো একের পর এক উৎসব—আর এর পরের মাসেই রয়েছে দুর্গা পুজোর লক্ষ্মীপূজো কালীপুজো সহ একাধিক আরো উৎসব। আর তার মাঝেই এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য এলো এক অসাধারণ সুখবর! ২০২৫ সালের আগস্ট মাসে সরকারি কর্মীরা পাচ্ছেন একসঙ্গে একাধিক ছুটি—এর ফলে রাজ্য সরকারি কর্মীরা একসঙ্গে পেয়ে যাবেন টানা দীর্ঘদিন ছুটি। এই দীর্ঘ ছুটির সুবর্ণ সুযোগে আপনি চাইলে পরিবারকে সময় দিতে পারেন, ছোট ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন অথবা নিজেকে দিতে পারেন কাঙ্ক্ষিত “ডিটক্স” ব্রেক। চলুন এবার দেখে নেওয়া যাক কি কি ছুটি রয়েছে চলতি মাসে।
আগস্ট ২০২৫: ছুটির তালিকায় যা যা থাকছে
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এবার খুশির খবর। চলতি মাসেই বাংলায় রয়েছে একাধিক উৎসব। আর এই উৎসবের মরশুমে পরিবারকে সময় দেওয়ার জন্যই সরকারি কর্মীদের বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে নবান্নের তরফ থেকে।
রাখিপূর্ণিমা ২০২৫ – ৯ আগস্ট (শনিবার)
চলতি ৯ আগস্ট শনিবার রয়েছে রাখি পূর্ণিমা। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এদিন ছুটির তালিকা নিয়েই তবে অনেক স্কুল কলেজ এই দিন ছুটি থাকে অথবা অনেক স্কুল-কলেজের রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। তবে অনেক সরকারি প্রতিষ্ঠান এবং আধা-সরকারি প্রতিষ্ঠানে এই দিনটি ছুটি হিসেবে মানা হয়। তাই অনেক কর্মীর কাছেই এটি একটি কার্যকর বিশ্রামের দিন হতে চলেছে। অর্থাৎ এই দিন একটি ছুটির দিন পেয়ে যাচ্ছে সরকারি কর্মীরা।
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট (শুক্রবার)
ভারতের স্বাধীনতা দিবস ভারতবাসীর জাতির গর্ব। আর এই স্বাধীনতা দিবস পড়েছে শুক্রবারে। এই দিনটি সারা দেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়। এবার এই শুক্রবার ছুটি হওয়ার অর্থ হলো এরপরের শনিবার ও রবিবার মিলিয়ে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে টানা ৩ দিনের ছুটি।
জন্মাষ্টমী – ১৬ আগস্ট (শনিবার)
১৫ আগস্টের পরদিন, অর্থাৎ ১৬ আগস্ট পড়েছে জন্মাষ্টমী। অর্থাৎ সরকারি কর্মীদের জন্য একের পর এক ছুটির পরে ছুটি। বহু সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিনে ছুটি ঘোষণা করা হয়। ফলে অনেক কর্মী জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস মিলিয়ে পেয়ে যাবেন টানা ৩ দিনের ছুটি—১৫, ১৬ ও ১৭ আগস্ট। রাজ্য সরকারি কর্মীরা এই দিন বাড়িতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন তাই এটি একটি আনন্দের বিষয়।
রবিবার – ১৭ আগস্ট
যেহেতু ১৭ তারিখ রবিবার, যারা আগের দুটি দিনে ছুটিতে রয়েছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে টানা তিন দিনের বিশ্রামের শেষ দিন। যারা বাড়িতে থাকবেন তারা অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে যাবেন দীর্ঘোর টানা তিন দিন।
দুর্গাপুজোর ছুটি: আগাম প্রস্তুতি শুরু করুন এখন থেকেই
পরবর্তী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এবছর দুর্গাপুজোর শুরু ২৮ সেপ্টেম্বর (ষষ্ঠী) থেকে। তবে শোনা যাচ্ছে, ২৬ সেপ্টেম্বর চতুর্থী থেকেই ছুটি শুরু হতে পারে, আর লক্ষ্মীপূজো পর্যন্ত চলবে ৮ অক্টোবর পর্যন্ত। তাই দীর্ঘ ছুটির পরিকল্পনা আগে থেকেই শুরু করতে পারেন রাজ্যের সরকারি কর্মীরা। তাহলে প্রায় ১২-১৩ দিনের টানা ছুটির সম্ভাবনা রয়েছে! এই সময়টা দারুণভাবে কাজে লাগাতে চাইলে এখন থেকেই ট্রেন টিকিট, হোটেল বুকিং ইত্যাদি পরিকল্পনা শুরু করে দিন। দীর্ঘ ছুটির মরশুমে অনেক সরকারি কর্মীরা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাই আপনি এ বছরেও ভালো কোন দর্শনীয় স্থানে ভ্রমণ করে আসতে পারেন।
কালীপুজো ও ভাইফোঁটা – আরও একবার লম্বা ছুটির সুযোগ
- ২০ অক্টোবর (সোমবার): কালীপূজা
- ২৩ অক্টোবর (বৃহস্পতিবার): ভাইফোঁটা
এই দুই উৎসবের মাঝে মাত্র ১-২ দিনের ছুটি নিয়ে আপনি পেতে পারেন ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিনের ছুটি। সরকারি কর্মীদের জন্য এটি হবে বছরের দ্বিতীয় বড় বিশ্রাম প্যাকেজ। সব মিলিয়ে ধরতে গেলে প্রায় 15 থেকে 16 দিন আপনারা ছুটি পেয়ে যাবেন। তাই আপনারা আগে থেকেই পরিকল্পনা করতে পারেন এই ছুটির দিনে কিভাবে পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
রাজ্য সরকার অগস্ট মাসে যে ছুটিগুলি ঘোষনা করেছে, তা নিঃসন্দেহে কর্মীদের জন্য অনেকটাই স্বস্তির। তাছাড়া বর্ষার সময় ভিজে ভিজে বা অনেক কষ্ট করে সরকারি অফিসে বা সরকারি দপ্তরে পৌঁছাতে হয়। তাই এই মাসে একাধিক ছুটি হওয়ার দরুন সরকারি কর্মীরা বিভিন্নভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। নিয়মিত অফিসের চাপ, বকেয়া সংক্রান্ত হতাশা, অথবা উৎসবের তাড়না—সবকিছুর মধ্যেও এই দীর্ঘ ছুটির প্যাকেজ হতে পারে এক নিঃশ্বাসে প্রশান্তির সময়। তাই সময় নষ্ট না করে এখনই ছুটির পরিকল্পনা করুন—আর কাটিয়ে ফেলুন অগস্ট মাসকে এক সুখকর স্মৃতিতে!

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.