বর্তমান দিনের মানুষের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে কাগজপত্র থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সমস্যা। এর আগে পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার ক্যাম্প হতে যেখানে মানুষজন খুব সহজেই তাদের কাগজপত্র ডকুমেন্ট জমা দিয়ে নতুন নতুন প্রকল্পে আবেদন করতে পারতো। এবার রাজ্য সাধারণ মানুষের কথা চিনতে ভাবনা করে আবারো নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে যার নাম হল “আমাদের পাড়া, আমাদের সমাধান” – এই প্রকল্পটির মূল লক্ষ্য হল মানুষের দৈনন্দিন সমস্যাগুলির সমাধান নিজের এলাকাতেই ক্যাম্প আয়োজনের মাধ্যমে করা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে এই ক্যাম্প চালু হয়েছে, কিন্তু বহু মানুষ এখনও জানেন না – এই ক্যাম্প কবে ও কোথায় হচ্ছে? আপনি যদি এখনো না জেনে থাকেন তাহলে তাড়াতাড়ি জেনে নিন আপনার এলাকায় কবে হবে এবং আপনার কি কি সমস্যা রয়েছে সেগুলো কিভাবে সমাধান করবেন বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।
প্রকল্প পরিচিতি: “আমাদের পাড়া, আমাদের সমাধান” কী?
“আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল সার্ভিসেস (DS) বিভাগের অধীন একটি জনমুখী উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন পরপর রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে যেখান থেকে সাধারণ মানুষেরা খুব সহজেই বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। রাজ্য সরকারের তারা পরিচালিত একটি নতুন প্রকল্প, এটি চালু হয়েছে ২রা আগস্ট ২০২৫ থেকে এবং চলবে ৩রা নভেম্বর ২০২৫ পর্যন্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং পাড়ায় পাড়ায় এই প্রকল্প আয়োজিত হবে।
এর লক্ষ্য:
- সরকারি পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করা, এবং খুব সহজেই মানুষ যাতে এর দ্বারা উপকৃত হয় তার ব্যবস্থা করা।
- স্থানীয় সমস্যার দ্রুত সমাধান, যাতে কোন সমস্যার জন্য অফিস পঞ্চায়েতে বারবার ছোটাছুটি না করতে হয়।
- জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সরাসরি মানুষের সঙ্গে যুক্ত করা
ক্যাম্পে কী কী সমস্যার সমাধান করা হচ্ছে?
এই ক্যাম্পগুলিতে আপনি বিভিন্ন সরকারি পরিষেবা পেতে পারেন, যেমন:
পরিষেবা | বিস্তারিত |
---|---|
জন্ম ও মৃত্যু শংসাপত্র | সংশোধন ও নতুন আবেদন |
OBC/SC/ST শংসাপত্র | নতুন আবেদন ও সংশোধন |
রেশন কার্ড সংক্রান্ত সমস্যা | সংশোধন ও নতুন অন্তর্ভুক্তি |
পানীয় জল ও নিকাশি সমস্যা | স্থানীয় PHE ও পুরসভা কর্তৃক সমাধান |
রাস্তা ও আলো সংক্রান্ত অভিযোগ | গ্রাম পঞ্চায়েত / পৌরসভা তদারকি |
বিধবা/বৃদ্ধ ভাতা সংক্রান্ত আবেদন | সমন্বয় আধিকারিকের মাধ্যমে |
এছাড়া স্কুল ছাত্রছাত্রীদের স্কলারশিপ আবেদন, স্বাস্থ্য সংক্রান্ত ক্যাম্প, খাদ্য সুরক্ষা আইন অনুসারে খাদ্যসাথী সুবিধা সংক্রান্ত সহায়তাও দেওয়া হচ্ছে।
অনলাইনে কিভাবে জানবেন ক্যাম্প কোথায় হচ্ছে?
পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় এই পাড়ায় পাড়ায় সমাধান করার জন্য আমার পাড়া আমার সমাধান চালু করেছে রাজ্য সরকার। তাই আপনার এলাকায় কবে এবং কোথায় এই আমার পাড় আমার সমাধান প্রকল্পটি চালু হবে সেটা জানতে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে ভিজিট করেই আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো কিভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি কোথায় ক্যাম্প হচ্ছে তা জানতে পারবেন।
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
প্রথমেই সরাসরি অফিশয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য
https://ds.wb.gov.in – এই লিংকে যান।
ধাপ ২: “Find My Camp” বা “আপনার ক্যাম্প খুঁজুন” অপশনে ক্লিক করুন
সরাসরি লিংক: নিচের লিংকে ক্লিক করে আপনি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারবেন আপনার এলাকায় ক্যাম্প কবে বসবে
👉 https://ds.wb.gov.in/APAS_Public/Page/KnowYourCampLocation.aspx
✅ ধাপ ৩: আপনার জেলা নির্বাচন করুন
এক্ষেত্রে আপনাকে প্রথমে জেলা সিলেক্ট করতে হবে তারপরে বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে তারপরে ব্লক বা পৌরসভা সিলেক্ট করতে হবে এবং সবশেষে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম্বার সিলেক্ট করে আপনি দেখে নিতে পারবেন আপনার এলাকায় কবে বসতে চলেছে আমার পাড়া আমার সমাধান।
উদাহরণস্বরূপ:
- জেলা: উত্তর দিনাজপুর
- বিধানসভা কেন্দ্র: দার্জিলিং
- ব্লক / পৌরসভা: চোপরা
- ওয়ার্ড / গ্রাম পঞ্চায়েত: ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েত
✅ ধাপ ৪: “Search” বাটনে ক্লিক করুন
এরপর আপনি দেখতে পাবেন—
- ক্যাম্পের তারিখ: কত তারিখে আপনার এলাকায় ক্যাম্প বসবে সেটা সরাসরি এখান থেকে দেখে নিতে পারবেন।
- স্থান (Venue): আপনার এলাকায় কোন স্থানে বসবে সেটাও এখান থেকে দেখা যাবে।
- সময় (Timing): কখন এবং কটা থেকে কটা পর্যন্ত হবে সেটাও এখান থেকে দেখা যাবে।
- ক্যাম্পে প্রদেয় পরিষেবাগুলির তালিকা: এখান থেকে আপনারা কি কি পরিষেবা পাবেন সেটাও দেখে নিতে পারবেন।
যদি আপনি দেখেন “No Camp is Set Up Yet for the Selected Location”?
এটি মানে হলো, আপনার নির্বাচিত জায়গার ক্যাম্পের তথ্য এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি। এক্ষেত্রে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে বা কয়েকদিন পরে আবার চেষ্টা করে দেখতে পারেন অথবা স্থানীয় পঞ্চায়েত অফিস বা পৌরসভার সঙ্গে যোগাযোগ করেও দেখতে পারেন এছাড়া ভিডিও অফিস থেকে তথ্য সংগ্রহ করে নিতে পারেন। ইতিমধ্যেই সব এলাকায় এখনো আপডেট করা হয়নি সরকার ধাপে ধাপে একটি করে আপডেট করছে।
কিছু দরকারি ডকুমেন্ট সঙ্গে রাখুন: আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন বা পূর্বে কোন কাগজের জন্য আবেদন করে থাকেন এবং তার স্ট্যাটাস জানতে চান তাহলে আপনাকে সরাসরি যে সমস্ত ডকুমেন্টগুলোর সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
- আধার কার্ড
- রেশন কার্ড
- পূর্বের আবেদন পত্রের ফটোকপি
- ছবি (পাসপোর্ট সাইজ)
- পেন ও কাগজ (দ্রুত ফর্ম পূরণের জন্য)
“আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্প একধরনের মোবাইল গভার্নেন্স যার মাধ্যমে মানুষকে সরকারি পরিষেবার কাছাকাছি আনা হচ্ছে। মানুষের যাতে সরকারি পরিষেবা পেতে অসুবিধে না হয় এবং খুব সহজেই যে কোন সরকারি পরিষেবা পেতে পারে তার জন্যই মূলত এই প্রকল্প। নিজের এলাকার সমস্যা তুলে ধরার এবং সরাসরি অংশ নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর হয় না।

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.