ভারতের অন্যতম জনপ্রিয় নেটওয়ার্ক হচ্ছে BSNL। বর্তমান দিনে সবথেকে কম দামে এবং খুব সস্তায় ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে আনলিমিটেড কলিং পরিষেবা প্রদান করছে এই BSNL টেলিকম সংস্থা। ভারত সরকারের মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited) আবারও প্রমাণ করে দিল, কম খরচে বেশি সুবিধা দিতে তার জুড়ি মেলা ভার! দেশের জনসাধারণের সুবিধার্থে এবং তাদের আকর্ষণীয় অফার দেওয়ার জন্য এবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL নিয়ে এসেছে একটি অসাধারণ রিচার্জ অফার মাত্র ১ টাকায় – যাতে আপনি পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি 4G ডেটা, প্রতিদিন ১০০ SMS এবং একটি সম্পূর্ণ বিনামূল্যে সিম কার্ড। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনিও এই সুবিধা উপভোগ করতে পারবেন। চলুন এবার এক নজরে জেনে নেওয়া যাক BSNL-এর এই বিশেষ Freedom Offer August 2025 সম্পর্কে বিস্তারিত।

BSNL Freedom Offer 2025 – কী এই অফার?

১ আগস্ট থেকে শুরু করে ৩১ আগস্ট পর্যন্ত যে কোনদিন BSNL সিমে এক টাকা দিয়ে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ৩১ দিন আনলিমিটেড কল সঙ্গে প্রতিদিন ২ জিবি করে ডাটা এবং ১০০ এসএমএস। BSNL আগস্ট মাসে এক মাসব্যাপী একটি Freedom Sale চালু করেছে, যার মূল উদ্দেশ্য স্বাধীনতা দিবস উদযাপনকে স্মরণীয় করে তোলা।

🔑 অফারের মূল আকর্ষণ:

অফারের নাম BSNL Freedom Offer 2025
অফার শুরু 1 অগাস্ট 2025
অফার শেষ 31 অগাস্ট 2025
রিচার্জ মূল্য মাত্র ₹1
ভ্যালিডিটি 30 দিন
ডেটা সুবিধা প্রতিদিন 2 GB 4G ইন্টারনেট
ভয়েস কল আনলিমিটেড, যেকোনো নেটওয়ার্কে
এসএমএস প্রতিদিন 100 টি
সিম কার্ড একদম বিনামূল্যে
উপলব্ধতা শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য

মাত্র ১ টাকায় কীভাবে এত কিছু সম্ভব?

এই অফারটি সকলের কাছে অবিশ্বাস মনে হলেও এটি সত্যি যে , BSNL এই অফারটি মূলত নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে ও সংযোগ বাড়ানোর লক্ষ্যে এনেছে। আপনি যদি নতুন BSNL সিম গ্রহণ করেন এবং এই অফার চালু করেন, তাহলে একদম মাত্র ১ টাকায় পুরো এক মাসের জন্য অসাধারণ পরিষেবা উপভোগ করতে পারবেন। মূলত নতুন কানেকশন বাড়ানোর জন্য এবং গ্রাহকদের আকৃষ্ট করার জন্যই এই অফার।

নতুন কি সুবিধা থাকছে BSNL ফ্রিডম প্ল্যানে?

এই ১ টাকার BSNL প্ল্যানে আপনি পাবেন:

প্রতিদিন ২ জিবি হাই স্পিড 4G ডেটা

  • এখানে প্রতিদিন ২ জিবি ডেটা পেয়ে যাবেন ৩০ দিনের জন্য, মোট ৬০ জিবি।

আনলিমিটেড ভয়েস কলিং

  • ভারতের যে কোন সিম কার্ডে আপনি এই সিম কার্ড দিয়ে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।

প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস

এর সঙ্গে পেয়ে যাবেন আপনি প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস।

সম্পূর্ণ ফ্রি সিম কার্ড

  • নতুন গ্রাহকদের জন্য সিম চার্জ বা একটিভেশন ফি কিছুই নেই। সম্পূর্ণ ফ্রিতে আপনি সিম নিতে পারবেন।

কারা কারা পাবেন এই অফার?

এই অফারটি মূলত নতুন BSNL গ্রাহকদের জন্য প্রযোজ্য। আপনি যদি এখনো BSNL এর সিম ব্যবহার না করে থাকেন এবং নতুন গ্রাহক হন , তাহলে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। যারা BSNL-এ পোর্ট করতে চান, তারাও এই অফারটির সুবিধা নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি অন্য সিম কার্ড পোর্ট করে BSNL এ আসতে চান তাহলেও আপনি এই অফারটি পেয়ে যাবেন।

 অফার পাওয়ার জন্য যা যা প্রয়োজন:

  • একটি বৈধ ফটো আইডি প্রুফ (আধার/ভোটার আইডি)
  • একটি পাসপোর্ট সাইজ ছবি
  • স্থানীয় BSNL রিটেলারে গিয়ে বললেই আপনি নতুন সিম কার্ড ও এই অফারটি পেয়ে যাবেন

কীভাবে এই ১ টাকার রিচার্জ করবেন?

এই অফারটি অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে নয়, বরং BSNL-এর নিকটবর্তী অথরাইজড সেন্টার বা রিটেলারদের মাধ্যমেই উপলব্ধ। হঠাৎ এই রিচার্জটি আপনি নিজে নিজে করতে পারবেন না BSNL রিটেলারের মাধ্যমে করাতে হবে। রিচার্জ করতে:

  1. আপনার কাছাকাছি BSNL অফিস বা রিটেলার খুঁজে নিন। যারা সিম বিক্রি করে মূলত তাদের কাছে গেলেই আপনারা এই অফারটি পেয়ে যাবেন।
  2. নতুন সিম কার্ড বানাতে চাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যান।
  3. নতুন সিম কিনুন (ফ্রি), এবং ১ টাকার অফার অ্যাক্টিভেট করুন।

BSNL- প্রতিযোগিতা

Jio, Airtel, Vi – এই তিনটি প্রাইভেট অপারেটরের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতার মুখে BSNL দীর্ঘদিন ধরে চাপের মধ্যে রয়েছে। এবং সমস্ত টেলিকম সংস্থাগুলোকে টেক্কা দিয়ে BSNL দিনের পর দিন সামনের সারির দিকে এগিয়ে আসছে। তবে সরকারের পূর্ণ সহায়তায় সংস্থাটি 4G পরিষেবা চালু করেছে এবং সারা দেশে ধাপে ধাপে নেটওয়ার্ক আপগ্রেড করছে। এর ফলে পথ সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে গ্রামে এই নেটওয়ার্ক পৌঁছে যাবে এবং খুব সস্তায় সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবে।

এই স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র ১ টাকার অফার অনেকটাই বাজার কাঁপাতে পারে এবং নতুন গ্রাহক আকৃষ্ট করতে বড় ভূমিকা নিতে পারে। এভাবেই দিনের পর দিন BSNL তাদের গ্রাহক সংখ্যা বাড়াচ্ছে।

 কোন কোন রাজ্য এই অফারটি পাবেন?

এই অফারটি সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় বিশেষ করে BSNL-এর যেসব জায়গায় নেটওয়ার্ক রয়েছে, সেখানে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরল সহ অধিকাংশ বড় রাজ্যে এটি এখনই পাওয়া যাচ্ছে।

BSNL এর পক্ষ থেকে বার্তা

BSNL-এর পক্ষ থেকে এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে:

“ইতিমধ্যেই আমরা গর্বিতভাবে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL দেশের প্রত্যেক নাগরিককে স্বল্প খরচে ডিজিটাল কানেক্টিভিটির সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ১ টাকার ফ্রিডম অফার সেই লক্ষ্যেরই প্রতিফলন।

BSNL 1 টাকা প্ল্যান বনাম অন্যান্য প্ল্যান: তুলনামূলক বিশ্লেষণ

ফিচার BSNL ফ্রিডম Jio ₹209 Airtel ₹265
দাম ₹1 ₹209 ₹265
ভ্যালিডিটি 30 দিন 28 দিন 28 দিন
ডেটা 2 GB/দিন 1 GB/দিন 1 GB/দিন
কল আনলিমিটেড আনলিমিটেড আনলিমিটেড
SMS 100/দিন 100/দিন 100/দিন
সিম ফ্রি ₹50 approx ₹100 approx

কম খরচে, অধিক সুবিধার দিক থেকে BSNL-এর এই ১ টাকার ফ্রিডম অফার সত্যিই বিপ্লবী। এছাড়াও বর্তমান ভারতবর্ষের যে সমস্ত টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে একমাত্র BSNL হলো এমন একটি সংস্থা যেটি খুব স্বল্প টাকায় ইন্টারনেট পরিষেবা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা প্রদান করে থাকে। সরকারের মালিকানাধীন এই সংস্থাটি যেভাবে ডিজিটাল কানেক্টিভিটি সবার জন্য সহজলভ্য করতে উদ্যোগ নিচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।