ভারতের প্রতিটি নাগরিকের জন্য প্যান কার্ড (PAN Card) আজ অপরিহার্য নথি। শুধুমাত্র আয়কর রিটার্ন ফাইল করাই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, লোন অ্যাপ্লাই করা, ক্রেডিট কার্ড নেওয়া কিংবা যেকোনো আর্থিক লেনদেনে প্যান কার্ড দরকার হয়। কিন্তু যদি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়? চিন্তার কিছু নেই। এখন আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই ডুপ্লিকেট প্যান কার্ড বা ই-প্যান তৈরি করতে পারবেন।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে কারো যদি একটি প্যান কার্ড থাকে তাহলে সেটি আগে বাতিল করতে হবে না হলে আবার ১০০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। তাই কারো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকলে আগে সেটি বাতিল করে তারপর নতুন করে পেন কার্ড বানাতে হবে।
কোথা থেকে পাবেন ডুপ্লিকেট PAN Card?
সরকারের অনুমোদিত দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করা যায় –
- NSDL (https://www.onlineservices.nsdl.com)
- UTIITSL (https://www.utiitsl.com)
NSDL থেকে ডুপ্লিকেট PAN Card বানানোর ধাপ
- প্রথমে NSDL অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- “Reprint PAN Card” বা Download e-PAN অপশন সিলেক্ট করুন।
- PAN নম্বর, আধার নম্বর এবং জন্মতারিখ দিয়ে ফর্ম পূরণ করুন।
- ক্যাপচা ভরার পর Submit করুন।
- আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP আসবে → OTP দিয়ে ভেরিফিকেশন করুন।
- এবার ৫০–১০০ টাকা ফি অনলাইনে (UPI/ডেবিট/ক্রেডিট কার্ড/Net Banking) জমা দিন।
- সঙ্গে সঙ্গেই আপনার e-PAN ইমেল-এ চলে আসবে (PDF ফরম্যাটে)।
UTIITSL থেকে ডুপ্লিকেট PAN Card বানানোর ধাপ
- UTIITSL অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- “PAN Card Services” এ গিয়ে “Reprint PAN Card” অপশন বেছে নিন।
- PAN নম্বর, আধার নম্বর এবং জন্মতারিখ লিখুন।
- রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে ভেরিফিকেশন করুন।
- এবার ফি (₹৫০–১০০) জমা দিন।
- সঙ্গে সঙ্গেই ই-প্যান ডাউনলোড করতে পারবেন।
- চাইলে হার্ড কপি অর্ডার করতে পারবেন → ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
ডুপ্লিকেট PAN Card এর জন্য কী কী লাগবে?
- PAN নম্বর
- আধার কার্ড (PAN-এর সঙ্গে লিঙ্ক থাকতে হবে)
- জন্মতারিখ প্রমাণপত্র
- রেজিস্টার্ড মোবাইল নম্বর (OTP-র জন্য)
- অনলাইনে টাকা দেওয়ার জন্য ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/UPI
কত টাকা লাগবে?
পরিষেবা | চার্জ (₹) | ডেলিভারি |
---|---|---|
e-PAN (PDF ডাউনলোড) | ₹৫০ + GST | ইমেইলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে |
Hard Copy PAN Card | ₹১০১ (GST + পোস্টাল চার্জ) | ৭-১৫ দিনের মধ্যে Speed Post-এ পাঠানো হবে |
যদি আপনার PAN Card হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাত্র কয়েক মিনিটে অনলাইনে আবেদন করে ঘরে বসেই ডুপ্লিকেট PAN Card বানাতে পারবেন। চাইলে শুধু e-PAN (₹৫০) নিতে পারেন, আবার চাইলে হার্ড কপি (₹১০১) অর্ডার করতে পারেন। তাই দেরি না করে এখনই আবেদন করে নিন, আর্থিক লেনদেনের সময় সমস্যায় পড়বেন না।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.