দেশের কোটি কোটি সাধারণ মানুষ, বেকার যুবক-যুবতী এমনকি ক্ষুদ্র ব্যবসায়ী ও দরিদ্র মানুষ খেঁটে খাওয়া মানুষ এবং হকারদের জন্য এক সুখবর নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM SVANidhi Yojana)-র আওতায় প্রত্যেক যোগ্য নাগরিক পাবেন সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা—এই সুবিধা পেতে শুধুমাত্র একটি আধার কার্ড থাকলেই যথেষ্ট। আপনার হাতে যদি আধার কার্ড থেকে থাকে এবং আপনি যদি ভারতীয় একজন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনিও পেয়ে যাবেন ৫০ হাজার টাকা। কিভাবে আপনারা এই টাকা পাবেন এবং কিভাবে আবেদন করবেন চলুন সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক।

সবাই পাচ্ছেন ₹৫০,০০০ টাকা!
অনেক সময় হঠাৎ অর্থের প্রয়োজন হলেও মানুষ যখন তখন টাকা পেতে সমস্যায় পড়েন। কিন্তু এবার সেই চিন্তা শেষ। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে যে কেউ ধাপে ধাপে সর্বোচ্চ ₹৫০,০০০ পর্যন্ত টাকা সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। এই টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। কোনো জামানত দিতে হবে না, কোনো দালালের কাছে ঘুরতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে কেন্দ্র সরকার সরাসরি আপনাকে এই টাকা দেবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন—এই প্রকল্পের উদ্দেশ্য হল প্রত্যেক দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিকভাবে শক্তিশালী করা এবং তাঁদের জীবনযাত্রায় স্থিতিশীলতা আনা। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী দরিদ্র ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং তাদের আর্থিক সহায়তা করাই হলো এই প্রকল্পের মূল লক্ষ্য।
কেন দেওয়া হচ্ছে এই টাকা?
২০২০ সালে করোনা মহামারীর সময় কোটি কোটি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের ব্যবসা বন্ধ হয়ে যায়, রোজগার থেমে যায়। সেই পরিস্থিতিতে চালু হয়েছিল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। এরপর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে সরকার চায়—
- সাধারণ মানুষ এবং হকার ও ছোট ব্যবসায়ীরা যেন আবার ব্যবসা শুরু করতে পারেন। এবং তাদের ব্যবসা আরো বড় করে দাঁড় করাতে পারেন।
- এছাড়াও এই প্রকল্পের আরো একটি সুবিধা সাধারণ মানুষ এবং ব্যএইসায়ী ও হকাররা যাতে সহজে ব্যাঙ্ক থেকে ঋণ পান।
- সুদে ভর্তুকি ও ক্যাশব্যাকের মাধ্যমে অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি পান।
- ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠুন।
কত টাকা পাবেন ধাপে ধাপে?
প্রকল্পে অর্থ সাহায্য ধাপে ধাপে বাড়ানো হয়েছে—
- প্রথম ধাপ: প্রথম ধাপে দেওয়া হবে সর্বোচ্চ ₹১০,০০০ টাকা
- দ্বিতীয় ধাপ: সময়মতো সব শর্ত পূরণ করলে আবার দেওয়া হবে ₹২০,০০০ টাকা
- তৃতীয় ধাপ: সব শর্ত পূরণ করলে সর্বোচ্চ ₹৫০,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে।
অর্থাৎ ধীরে ধীরে একজন ব্যবসায়ী ফ্রি সুবিধায় ৫০,০০০ টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন।
প্রধান বৈশিষ্ট্য
- এই প্রকল্পের মাধ্যমে টাকা নেওয়ার বিশেষ সুবিধা হল জামানতের প্রয়োজন নেই
- সুদে ভর্তুকি (৭% পর্যন্ত)
- ডিজিটাল পেমেন্টে মাসে সর্বোচ্চ ₹১০০ ক্যাশব্যাক পাওয়া যাবে
- সময়ের আগে টাকা ফেরত দিলে কোনো চার্জ নেই অর্থাৎ আপনি যদি একবার টাকা নিয়ে সেই টাকা আবার ফেরত দিয়ে দেন তাহলে পরবর্তীকালে আপনি আরো বেশি টাকা পেতে পারেন।
- ব্যাংক ও সরকারের মাধ্যমে সরাসরি টাকা দেওয়া হয়
কারা এই সুবিধা পাবেন?
- শহর ও নগরের সাধারণ মানুষ এবং হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, রাস্তার দোকানদার
- চা বিক্রেতা, সবজি–ফল বিক্রেতা, খুচরো ব্যবসায়ী
- যাঁদের ব্যবসা করার ইচ্ছা আছে তারা সকলেই পাবেন।
আবে করতে প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড
- আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক
- স্থানীয় সংস্থার ভেন্ডিং সার্টিফিকেট বা সুপারিশপত্র
কিভাবে আবেদন করবেন?
এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন জানানোর আগে অবশ্যই আবেদন করে আধার কার্ড থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি না থাকে তাহলে আগে লিংক করিয়ে নিতে হবে।
- সবার প্রথমে পিএম স্বনিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান
- এরপর রেজিস্ট্রেশন করুন ও তথ্য আপলোড করুন
- আধার-লিঙ্ক মোবাইল নম্বরে OTP যাচাই করুন
- ব্যবসার বিবরণ ও ব্যাঙ্ক তথ্য জমা দিন
- তথ্য যাচাইয়ের পর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে
সুদের হার ও পরিশোধের নিয়ম
- ঋণটি রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিক সুদে দেওয়া হয়।
- সরকার থেকে ৭% সুদ ভর্তুকি দেওয়া হয়।
- নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করলে নতুন ধাপে আরও বেশি টাকা পাওয়া যায়।
- অর্থাৎ এখান থেকে টাকা নিলে সরকার আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে।
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা আজ দেশের লাখো মানুষের কাছে এক আশার আলো। যাদের টাকার খুব প্রয়োজন কিন্তু কোথাও সাহায্য পাচ্ছেন না তারা এই প্রকল্পে আবেদন করে সরকারের তরফ থেকে সাহায্য পেয়ে যেতে পারেন। এছাড়াও এই প্রকল্পের আরো একটি বড় সুবিধা হল- যেখানে বড় ব্যবসায়ীরা সহজেই ব্যাংক থেকে লোন পান, সেখানে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই প্রকল্প সত্যিই একটি আশীর্বাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্যোগ সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনীতিকেও আরও দৃঢ় করবে।
তাই আর দেরি না করে, আজই আবেদন করুন এবং সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত সহায়তা পান।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.