বর্তমানে যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে আছে তাদের কোন চিন্তা নেই। পড়াশোনা করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি স্কলারশিপ আনা হয়েছে যার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ৭৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। বর্তমান সময়ে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করা অধিকাংশ ছাত্র-ছাত্রীই উচ্চশিক্ষার স্বপ্ন দেখে। তবে অনেকেই স্বপ্নপূরণ করতে পারেন আবার অনেক ভারতের মেধাবী ছাত্র-ছাত্রী অর্থনৈতিক সমস্যার কারণে তাদের পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়। এবার কেউ যাতে পড়াশোনা মাঝপথে ছেড়ে না দেয় তার জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে নতুন এই স্কলারশিপ প্রকল্প। কেন্দ্র সরকারের যতগুলো স্কলারশিপ রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৫ (PMSS 2025)

Pradhanmantri Scholarship
Pradhanmantri Scholarship

এই স্কিমের মাধ্যমে উপযুক্ত ছাত্র-ছাত্রীরা বছরে সর্বোচ্চ ₹৭৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনিও যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের সমস্ত বিস্তারিত তথ্য।

এই স্কলারশিপের মূল উদ্দেশ্য

PMSS 2025 চালু করা হয়েছে মূলত সেইসব ছাত্রছাত্রীদের জন্য, যারা আর্থিকভাবে দুর্বল হলেও উচ্চশিক্ষা অর্জনের ইচ্ছা রাখেন। সরকারের উদ্দেশ্য হলো— মেধাবী ছাত্রছাত্রীরা যেন টাকার অভাবে পড়াশোনা বন্ধ না করেন এবং সকলেই যাতে উচ্চশিক্ষার সুযোগ পান কারণ শিক্ষা হলো সর্বজনীন। দেশের ছাত্রছাত্রীরা যত শিক্ষিত হবে তারপরও সমাজের উন্নত করবে এবং দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে ত্বরান্বিত করবে।

 কারা এই স্কিমে আবেদন করতে পারবেন? (Eligibility Criteria)

এই স্কিমে আবেদন করার জন্য শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। এই স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদনকারীর বাবা/মা হতে হবে — সশস্ত্র বাহিনী, CAPF বা RPF-এ কর্মরত বা অবসরপ্রাপ্ত অথবা SC/ST/OBC/EWS শ্রেণির অন্তর্গত।

  •  আবেদনকারীকে অবশ্যই Graduation/Post Graduation পেশাদার কোর্সে ভর্তি হতে হবে (যেমন: B.Tech, MBBS, MBA, BBA, B.Sc Nursing, MCA ইত্যাদি)।
  • উচ্চ মাধ্যমিক (১২শ শ্রেণি)-তে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
  • তবে এক্ষেত্রে কেউ যদি ডিসটেন্স এডুকেশনে পড়াশোনা করেন তাহলে সে এই প্রকল্পের স্কলারশিপ পাবেন না।

 স্কলারশিপের পরিমাণ (Scholarship Amount)

ক্যাটাগরি মাসিক ভাতা বার্ষিক ভাতা সর্বোচ্চ মোট (মেয়াদ অনুযায়ী)
ছেলে ছাত্রদের জন্য ₹2,500 ₹30,000 ₹75,000 (৩ বছর)
মেয়ে ছাত্রদের জন্য ₹3,000 ₹36,000 ₹75,000 (২.৫ বছর)
RPF ছেলেদের জন্য ₹2,000 ₹24,000 কোর্সের উপর নির্ভরশীল
RPF মেয়েদের জন্য ₹2,250 ₹27,000 কোর্সের উপর নির্ভরশীল

এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে (DBT পদ্ধতিতে) পাঠানো হয়। তাই এখানে কোন ঝামেলা নেই আবেদন করার পরে যদি উপযুক্ত হন তাহলে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে যাবে।

আবেদন পদ্ধতি (Step-by-Step)

এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য আবেদনকারীকে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) থেকে: https://scholarships.gov.in

ধাপ ১: নতুন রেজিস্ট্রেশন

  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “New Registration” এ ক্লিক করুন এবং সবার প্রথমে মোবাইল নাম্বার ও ইমেইল আইডি এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  • এরপর সমস্ত নির্দেশিকা ভালোভাবে পড়ে “Agree” করুন ও পরবর্তী পেজে ভিজিট করুন।

ধাপ ২: ব্যক্তিগত তথ্য পূরণ

  • এরপর আবেদনকারীর প্রয়োজনীয় সমস্ত তথ্য ও ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি, আধার নম্বর, ব্যাংক তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
  • OTP ভেরিফিকেশন সম্পন্ন করে User ID ও Password তৈরি করুন

ধাপ ৩: লগইন করে ফর্ম পূরণ

  • তৈরি করা User ID ও Password দিয়ে লগইন করুন
  • আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন

ধাপ ৪: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

  • এখানে আবেদন করার পরে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। কেউ যদি মোবাইল দিয়ে আবেদন করেন তাহলে ফটো তুলে আপলোড দিলেও হবে তবে ফটোর সাইজ ঠিকমতো রেখে আপলোড করতে হবে।

ধাপ ৫: Final Submit

আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে পুনরায় একবার আপনার দেওয়া সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করুন এবং আবেদনপত্রটির সাবমিট করে জমা করুন। এরপর আবেদন পত্রটি ডাউনলোড করে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)

এখানে আবেদন জানাতে হলে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো নিজের কাছে রেখে তারপরেই আবেদন করতে বসবেন-

  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট
  • বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি রশিদ
  • Bonafide Certificate
  • কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC/EWS)
  • ইনকাম সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্টের তথ্য (Aadhaar-লিঙ্কড)

📅 গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates 2025)

ইতিমধ্যে আবেদন চলছে এবং আবেদনের তারিখ আবারো বাড়ানো হয়েছে। তাই যারা যারা এখনো আবেদন করেননি তারা আবেদন করতে পারেন।

ইভেন্ট তারিখ
স্ট্যাটাস প্রকাশ ৮ জুলাই ২০২৫
আবেদন শুরু জুলাই ২০২৫ (প্রথম সপ্তাহ)
শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫ (সম্ভাব্য)
টাকা বিতরণ শুরু সেপ্টেম্বর ২০২৫ থেকে

আপনারা এখানে একবার আবেদন করার পরে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন।

PM Scholarship Scheme 2025 শুধুমাত্র একটি বৃত্তি নয়, বরং আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি সুযোগ। অনেক ছাত্রছাত্রী টাকার অভাবে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে পরিচয় শ্রমিক বা অন্যান্য কাজে যুক্ত হয় তাই এবার থেকে পড়াশুনা সময় আর আপনাকে অন্য কোন কাজ নিয়ে ভাবতে হবে না। আপনি যদি সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, তবে অবশ্যই এই স্কিমে আবেদন করুন।

👉 আরও তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: https://scholarships.gov.in