বর্তমান ডিজিটাল যুগ তাই সমস্ত কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড ও অন্যান্য সমস্ত ডকুমেন্টসগুলো বর্তমান ডিজিটালাইজ করা হচ্ছে। বর্তমানে অনেকের এখনো পর্যন্ত হাতে লেখা SC, ST, OBC Caste Certificate রয়েছে তাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখন পুরনো হাতে লেখা SC, ST, OBC Caste Certificate খুব সহজেই ডিজিটাল করা সম্ভব। ইতিমধ্যেই অনেকে তাদের কাজ সার্টিফিকেট ডিজিটালাইজ করে নিয়েছেন কিন্তু এখনো অনেক ব্যক্তি রয়েছেন যাদের সার্টিফিকেট হাতে লেখা রয়েছে। নতুন যুগে এই সমস্যা কাটাতে সরকার চালু করেছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট (Digital Caste Certificate) সিস্টেম। আপনি যদি এখনো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে না থাকেন তাহলে বাড়িতে বসে নিজেরাই ওই সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে আলোচনা করব কীভাবে আপনি ঘরে বসেই হাতে লেখা সার্টিফিকেটকে ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করতে পারবেন।
কেন কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করা জরুরি?
পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট অনেক সময় ব্যবহার করতে অসুবিধা হয়। এছাড়াও পুরনো কাজ সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতেও খুব সমস্যা হয়। ডিজিটাল সার্টিফিকেটের কিছু বিশেষ সুবিধা রয়েছে— বর্তমানে হাতে লেখা কার সার্টিফিকেট এর তুলনায় ডিজিটাল কাজ সার্টিফিকেট সর্বপেক্ষা গ্রহণযোগ্য এবং অবৈধ হওয়ার চান্স কম। যেকোনো সময় অনলাইনে ডাউনলোড করা যায়। ডিজিটাল সার্টিফিকেটে থাকে একটি ইউনিক অ্যাপ্লিকেশন নম্বর, যা দিয়ে খুব সহজেই সত্যতা যাচাই করা যায়। হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেক কম, কারণ হারিয়ে গেলে আবার সঙ্গে সঙ্গে অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরি, কলেজে ভর্তি, বৃত্তি ও সংরক্ষিত আসনে আবেদনের জন্য এটি বাধ্যতামূলক।
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি
ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করার আগে আপনার কিছু কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এখানে আবেদন করতে হলে প্রথমে এই আপনার পুরনো কাজ সার্টিফিকেটটি জমা করতে হবে এছাড়াও আপনি যদি পুরনো কাজ সার্টিফিকেট ডিজিটালাইজ করতে চান তাহলে আপনার যে সমস্ত ডকুমেন্ট থাকতে হবে সেগুলি হল-
- আপনার কাছে যে পুরনো হাতে লেখা কার সার্টিফিকেট রয়েছে সেটি অবশ্যই প্রয়োজন।
- আপনার নিজস্ব আধার কার্ড (বাধ্যতামূলক) থাকতেই হবে।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি (JPEG, ৫০ KB-এর মধ্যে)।
- আপনার নিজস্ব একটি বৈধ মোবাইল নম্বর।
অনলাইনে আবেদন করার প্রক্রিয়া
ধাপ ১:
এখানে আবেদন করতে হলে প্রথমেই সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটটি হল- castcertificatewb.gov.in
ধাপ ২:
এরপর আবেদনকারীকে Backlog Certificate নির্বাচন করতে হবে। এবং এখান থেকে Digitized Certificate for SC ST OBC অপশনে ক্লিক করে আপনার পুরনো সার্টিফিকেটটি নতুন করার জন্য আবেদন জানাতে হবে।
ধাপ ৩:
এরপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে সেটি নির্ভুলভবে সমস্ত তথ্য ভালোভাবে দিয়ে সঠিক ভাবে আবেদন করতে হবে এবং এখানে আপনার পুরনো সার্টিফিকেট নাম্বার ও ইস্যুর তারিখ দিতে হবে এবং ইস্যু কারী কর্তৃপক্ষের নাম দিতে হবে এরপর আপনার কাস্ট নির্বাচন করতে হবে এবং আপনার জাতি নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য ও ঠিকানা দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। একটিও তথ্য ভুল লিখলে আবেদন বাতিল হতে পারে। তাই সার্টিফিকেটে যেমন লেখা আছে ঠিক তেমনভাবেই তথ্য দিতে হবে।
ধাপ ৪:
এরপর প্রয়োজনীয় সমস্ত নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এক্ষেত্রে সমস্ত ফটোকপি যেন স্পষ্ট বোঝা যায়। আপলোড করার সময় অবশ্যই স্ক্যান করা ফটোকপির সাইজ ভালোভাবে দেখে মিলিয়ে নিতে হবে।
ধাপ ৫:
সমস্ত কিছুর সঠিকভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার আবেদনপত্রটির সাবমিট করতে হবে।
ধাপ ৬: আবেদন স্ট্যাটাস চেক
আবেদনপত্রটির সঠিকভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনি পরবর্তীকালে Application Number দিয়ে সার্চ করে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন (Pending, Cancelled, বা Approved)।
ধাপ ৭:
আবেদনপত্রটি অ্যাপ্রভ হয়ে গেলে আপনি পরবর্তীকালে সেটি ডাউনলোড করে নিতে পারবেন।
ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের বেশ কিছু সুবিধা রয়েছে কারণ এটি হারিয়ে গেলে যেকোনো সময় ডাউনলোড করে নেওয়া যায় এবং এটি ভেরিফাই করার সময়ও খুব সহজে যাচাই করা যায়। তাই বর্তমানে ডিজিটালাইজ কার সার্টিফিকেটের গুরুত্ব বেড়ে যাচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারের নতুন পোর্টালের মাধ্যমে হাতে লেখা SC, ST, OBC কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করা এখন খুব সহজ। তাই আপনার কাস্ট সার্টিফিকেট যদি এখনো ডিজিটাল করা না থাকে আপনি খুব সহজেই করিয়ে নিন না হলে পরবর্তীকালে সমস্যার মুখে পড়তে পারেন। আপনি ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে আবেদন করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।এটি শুধু সময় সাশ্রয়ই করবে না, পাশাপাশি ভবিষ্যতের জন্য আপনার সার্টিফিকেটকে সুরক্ষিত রাখবে। তাই যদি আপনার কাছে এখনও হাতে লেখা সার্টিফিকেট থাকে, আজই সেটিকে ডিজিটাল করে নিন।

My name is Sujit Roy, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.