কেন্দ্র সরকারের তরফ থেকে আনা হয়েছে নতুন একটি প্রকল্প। নতুন এই প্রকল্পে আবেদন করলে পেয়ে যেতে পারেন প্রতি মাসে ৩০০০ করে টাকা। বিশেষ করে দরিদ্র পরিবার গুলোতে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সুবিধা দেওয়া হবে। নতুন এই প্রকল্পে দেশে প্রচুর দরিদ্র পরিবার গুলো ভীষণভাবে উপকৃত হবে। এই প্রকল্প এটি মূলত পশ্চিমবঙ্গের দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এবং বিশেষ করে যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা পাবেন। কি এই প্রকল্প এবং কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করে টাকা পেতে পারেন আজকের এই প্রতিবেদনে সে ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।


ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ—এটি আমরা সবাই জানি। ভারতবর্ষে কৃষকেরায় অর্থনীতির মেরুদন্ড। কৃষকেরা প্রচুর পরিশ্রম করে ফসল উৎপাদন করে এরপর সেগুলো দেশ-বিদেশে বিক্রি করা হয়। কৃষি কাজ ভারতের প্রধান জীবিকা হওয়ার পরেও কৃষিজীবী মানুষেরাই ভারতবর্ষে দরিদ্র সীমার নিচে বসবাস করে।

এই বাস্তবতাকে বদলানোর জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর ফলে দেশের দরিদ্রের পরিমাণ অনেকাংশের হ্রাস পাবে। এর মধ্যে অন্যতম হলো “প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্প”, । এটি কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কারণ এর আওতায় ৬০ বছর বয়সের পর প্রতিটি দরিদ্র কৃষককে মাসে ৩,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে। এর ফলে এই প্রকল্পটি কেবল কৃষকদের আর্থিক নিরাপত্তা দেয় তাই নয় এর সঙ্গে বার্ধক্যকালে কৃষকদের সম্মানজনক জীবন যাপন নিশ্চিত করে।

কেন প্রয়োজন এই প্রকল্পের?

বর্তমানে ভারতের কৃষকদের অবস্থা শোচনীয় কারণ চাষবাসের খরচ অনেক বেশি এবং সেই অনুযায়ী ফসলের দাম পাওয়া যায় না এর পাশাপাশি বর্তমান দিনে প্রাকৃতিক দুর্যোগে প্রচুর ফসল নষ্ট হয়ে যায় এছাড়াও শিক্ষার অভাবে অনেক জায়গায় ঠিকঠাক চাষবাসের পরামর্শ না পাওয়ায় কৃষকেরা অনেক সময় প্রচুর পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে যার ফলে ফসলের গুণগত মান কমে যায়।

এই সমস্যাগুলোর সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেন, যেখানে বছরে ৬,০০০ টাকা ভাতা দেওয়া হয়। এর ফলে কৃষকেরা প্রতিবছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে পেয়ে যাচ্ছে যেখানে ফসলের দাম কোম পেলেও তারা অনেকটা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছে। কিন্তু কৃষকদের যখন বয়স হয়ে যায় তখন তারা আর আগের মত কাজ করতে পারে না তাই তাদের কথা চিন্তা ভাবনা করে কেন্দ্র সরকার চালু হয় প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্প

মানধন যোজনার মূল সুবিধা

  1. প্রতি মাসে কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে ৩,০০০ টাকা পেনশন (৬০ বছর বয়সের পর)
  2. এখানে সর্বনিম্ন মাসিক জমা মাত্র ₹৫৫ থেকে ₹২০০ (বয়সভেদে) জমা করতে হবে
  3. এই প্রকল্পের ফলে কৃষকদের আর ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না তাদের আর্থিক নিরাপত্তা বার্ধক্যের জন্য সুনিশ্চিত হবে
  4. পরিবারের জন্য সুবিধা – যদি কোন কৃষক মারা যান তার স্ত্রী এই সুবিধা পেয়ে যাবেন ফলে ভবিষ্যতের জন্য তার পরিবার সুরক্ষিত হয়ে যাবে
  5. সম্পূর্ণ অর্থ ফেরত – কৃষক এবং স্ত্রী দুজনেই যদি মারা যায় তাহলে তার পরিবারের সন্তানেরা সেই সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন একবারে

প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদনকারীর কিছু যোগ্যতা থাকতে হবে।

যোগ্যতাবিস্তারিত
নাগরিকত্বঅবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে
পেশাকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে
বয়সসীমা১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত
ব্যাংক অ্যাকাউন্টনিজের নামে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে
নথিপত্রআধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আবশ্যক

শর্তাবলী

  1. এখানে আবেদন করতে হলে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে এবং ১৮ বছর বয়স থেকেই অ্যাকাউন্ট খুলে মাসিক অর্থ জমা দিতে হবে
  2. এখানে আবেদন করার পরে আবেদনকারী কে মাসিক জমার পরিমাণ বয়সভেদে ₹৫৫ থেকে ₹২০০ জমা করতে হবে
  3. ৬০ বছর বয়স পূর্ণ হলে জমা বন্ধ হয়ে যাবে, এবং পেনশন শুরু হবে এবং প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে
  4. যদি কোন কারনে কৃষক মারা যায় তাহলে তার স্ত্রীকে ৫০% পেনশন দেওয়া হবে
  5. কৃষক ও স্ত্রী দুজন মারা গেলে সন্তানকে মূল অর্থ ফেরত দেওয়া হবে

আবেদন প্রক্রিয়া

  1. নিকটবর্তী রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পোস্ট অফিস বা CSC (Common Service Center)-এ যান এবং সেখানে গিয়ে প্রথমে এই প্রকল্প সম্বন্ধে যোগাযোগ করে নিতে হবে।
  2. এরপর সেখান থেকে মানধন যোজনা অ্যাকাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করতে হবে
  3. এরপর আবেদনকারীর নিজের সমস্ত তথ্য ও প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আবেদন পত্রটি জমা করতে হবে
  4. অ্যাকাউন্ট খোলার পরে প্রথম মাসের জমা অর্থ পরিশোধ করতে হবে
  5. সফলভাবে অ্যাকাউন্ট খোলার পর মাসিক জমা চালিয়ে যান

প্রয়োজনীয় নথি

এখানে আবেদন করার আগে আবেদনকারীকে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংগ্রহ করে রেখে দিতে হবে এবং আবেদন করার সময় এই সব ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যেতে হবে-

  • আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি
  • আবেদনকারীর ভোটার কার্ডের ফটোকপি
  • আবেদনকারীর রেশন কার্ডের ফটোকপি
  • স্থায়ী বাসিন্দা সনদ (পঞ্চায়েত প্রধানের সই ও সীলসহ)
  • ইনকাম সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজ ছবি
  • জমির কাগজের কপি

মাসিক জমা বনাম পেনশন হিসাব

বয়সমাসিক জমা৬০ বছরে পেনশন
১৮ বছর₹৫৫₹৩,০০০
৩০ বছর₹১০০₹৩,০০০
৪০ বছর₹২০০₹৩,০০০

অর্থাৎ এই প্রকল্পটি আপনি যত কম বয়সে করবেন ততই আপনার সুবিধা ।

সময়সীমা

এই প্রকল্পের জন্য আবেদন করার কোনো শেষ তারিখ নেই। যেকোনো সময় যোগ্য কৃষকরা আবেদন করতে পারেন। তবে যত তাড়াতাড়ি শুরু করবেন, মাসিক জমা তত কম হবে এবং ভবিষ্যতের নিরাপত্তা তত বেশি হবে। আপনার বয়স ১৮ বছরের বেশি হলেই এই প্রকল্পে আবেদনের যোগ্যতায় যত কম বয়সে আবেদন করবেন তত তারা বেশি সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্প কেবল একটি পেনশন স্কিম নয়—এটি দেশের কৃষকদের প্রতি সরকারের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। কৃষকরায় হলেন ভারতবর্ষের মেরুদন্ড। এছাড়াও কৃষকরা হলেন দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি, এবং তাদের বার্ধক্যে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা সমাজের দায়িত্ব। তাই যারা যোগ্য, তারা যেন আজই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেন। ভবিষ্যতের জন্য আপনার দুশ্চিন্তা কমে যাব এবং নিশ্চিন্তে ভবিষ্যতে জীবনযাপন করতে পারবেন।